পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারাজ কর্মীরা, বেসরকারি বাস চলল না কোচবিহারে

রাজ্যের নির্দেশ অনুযায়ী আজ থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হয়েছে । কিন্তু কোচবিহারে আজও চলল না বেসরকারি বাস । মালিকপক্ষ রাজি থাকলেও নারাজ কর্মীরা । সংক্রমণ এড়াতে পর্যাপ্ত PPE-র দাবি করেন তাঁরা ।

cooch behar
cooch behar

By

Published : Jun 4, 2020, 4:41 PM IST

Updated : Jun 4, 2020, 6:13 PM IST

কোচবিহার, 4জুন : রাজ‍্যের অন্যান্য জেলায় বেসরকারি বাস পরিষেবা চালু হলেও কোচবিহারে চলল না বেসরকারি বাস । বাস মালিকরা পরিষেবায় রাজি ছিলেন । কিন্তু নিরাপত্তার কারণে রাজি হননি কর্মীরা । বিষয়টি নিয়ে রাজ‍্য সরকারের সাথে আলোচনা করছেন বাস মালিকরা ।

রাজ‍্য সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আজ থেকে কলকাতাসহ অন্যান্য জেলায় বেসরকারি বাস পরিষেবা আবার চালু হয় । সরকারি নির্দেশিকা মেনে পুরাতন ভাড়াতেই বাস চলে । একইভাবে কোচবিহারেও বেসরকারি বাস পরিষেবা শুরু হওয়ার কথা ছিল । রাজি ছিল জেলার বাস মালিকরা । কিন্তু এখনও নারাজ কর্মীরাই । তাঁরা নিরাপত্তার কথা ভেবেছেন । বাস চালাতে রাজি হলেও নিরাপত্তার কারনে কর্মীরা রাজী নয়‌ ।

কোচবিহার জেলায় 300-র বেশি বাস ও মিনিবাস রয়েছে । এইদিকে বাসকর্মীদের বক্তব্য, গাড়িতে বিভিন্ন ধরনের যাত্রী উঠবেন । তাঁদের মধ্যে কোনও সংক্রমিত ব্যক্তি থাকলে বাসকর্মীরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে । সেই দায়ভার কে নেবে । তাই 10 লাখ বীমা এবং পর্যাপ্ত PPE কিট না পাওয়া পর্যন্ত বাস চলবে না । কোচবিহার বেসরকারি বাস ও মিনিবাস মালিক সমিতির সম্পাদক অনুপ অধিকারী বলেন, “বাসকর্মীদের বক্তব্য রাজ‍্য সরকারকে জানানো হবে । আশা করছি খুব শীঘ্র সমস্যা মিটবে । কোচবিহারে রাস্তায় নামবে বেসরকারি বাস ।”

Last Updated : Jun 4, 2020, 6:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details