পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Express: কোচবিহার থেকে নয়া বন্দে ভারত এক্সপ্রেস চালুর আশ্বাস নিশীথের - কোচবিহার থেকে নয়া বন্দে ভারত

শীঘ্রই নিউ কোচবিহার স্টেশন থেকে চালু হতে চলেছে নয়া বন্দে ভারত এক্সপ্রেস ৷ ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কথায় ৷

Etv Bharat
নিশীথ প্রমাণিক

By

Published : May 22, 2023, 1:56 PM IST

Updated : May 22, 2023, 2:25 PM IST

নিউ কোচবিহার থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালুর আশ্বাস

কোচবিহার, 22 মে:আরও এক বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ৷ তেমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিউ জলপাইগুড়ি -গুয়াহাটি রুটে সেমি বুলেট ট্রেন বন্দে ভারতের ট্রায়াল রান হয়ে গিয়েছে রবিবার ৷ কিন্তু ঐতিহাসিক কোচবিহার স্টেশনে বন্দে ভারতের স্টপেজ না দেওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷ এমতাবস্থায় রাজ্য নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারেন বলে ইঙ্গিত দিলেন মোদি মন্ত্রিসভার এই সদস্য।

কোচবিহার স্টেশনে স্টপেজ না দেওয়া নিয়ে রাজ্য তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায় আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছিলেন ।তারপরই নিউ কোচবিহার থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালুর ইঙ্গিত দিলেন নিশীথ। কোচবিহারে রবিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, নিউ কোচবিহার থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেন চলবে। পাশাপাশি পার্থপ্রতিম রায়ের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও কটাক্ষ করেন অমিত শাহর ডেপুটি ৷

জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথমে যে তালিকা প্রকাশ হয়েছিল তাতে নিউ কোচবিহার স্টেশনে ট্রেনটির স্টপেজ ছিল । কিন্তু পরবর্তীকালে নতুন স্টপেজের যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে নিউ কোচবিহার স্টেশনে নাম নেই । যা ঘিরে বিতর্কের সৃষ্টি হয় ৷ তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আশ্বাস, কোনও কারণে হয়ত নিউ কোচবিহার স্টেশনে নাম বাদ গিয়েছে ৷ এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি । সেই তালিকা প্রকাশিত হলে সেখানে নিউ কোচবিহার স্টেশনে নাম থাকবে।

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "খুব শীঘ্রই নিউ কোচবিহার স্টেশন থেকে বন্দেভারত এক্সপ্রেস চালু হচ্ছে । কোচবিহারের হেরিটেজ ঐতিহ্যের কথা মাথায় রেখে নিউ কোচবিহার স্টেশনটিকে রাজবাড়ির আদলে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে রেল দফতর । তারপরও যারা সমালোচনা করছে তাঁদের রাজনৈতিক উদ্দেশ্যে আছে । এভাবে বাড়িতে বসে সাংবাদির বৈঠক করে মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছাড়ানোর যে চেষ্টা চলছে তা একেবারেই ঠিক নয় ৷"

আরও পড়ুন:প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে উত্তর-পূর্ব ভারত, সম্পন্ন হল ট্রায়াল রান

Last Updated : May 22, 2023, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details