দিনহাটা, 7 মে : তৃণমূল নেতা উদয়ন গুহের ওপর হামলাকারীরা দিনহাটা থানার আইসির মদতেই পালিয়েছেন । শুক্রবার বিকেলে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উদয়ন পুত্র সায়ন্তন গুহ ।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, এর আগেও ওই দুষ্কৃতীরা দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় অশান্তি করেছে । পুলিশে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । এছাড়া বিধানসভা নির্বাচনের আগেও বাবার উপর হামলা হতে পারে বলে পুলিশকে জানানো হয়েছিল ৷ তবু পুলিশ কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি । দিনহাটা থানার আইসির কারণেই দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত বলে দাবি করেন সায়ন্তন ।