কোচবিহার, 22 ডিসেম্বর: দিনকয়েক আগে কোচবিহার (Cooch Behar) জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রধানমন্ত্রী আবাস যোজনার (Awas Yojana) ঘর না নেওয়ার আবেদন জানিয়েছলেন । এবার তালিকা থেকে তৃণমূল নেতা-কর্মীরা নাম না কাটলে কার্যত প্রশাসন নাম কেটে দেবে, এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেন । সেই পোস্টে লেখা ছিল, "নিজের নাম নিজেই কাটুন/ সম্মানের সাথে দল করুন/ বাকিটা গিলটিন ।" মন্ত্রীর এই হুঁশিয়ারি ঘিরে হইচই পড়ে গিয়েছে তৃণমূলের নীচুতলার কর্মীদের মধ্যে ।
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হতেই দেখা যায় যে বহু এলাকাতে গ্রাম পঞ্চায়েত প্রধানের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নাম রয়েছে ৷ কোনও কোনও ক্ষেত্রে আবার তৃণমূল নেতার পরিবারের সদস্যদের নাম রয়েছে । অথচ প্রকৃত প্রাপক যাঁরা তাঁদের সেই তালিকায় নাম নেই । ইতিমধ্যেই এনিয়ে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে ।
বিষয়টি নিয়ে তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি (BJP) । আর এই ক্ষোভ যদি চলতে থাকে তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে খারাপ প্রভাব পড়তে পারে বলে মনে করছে তৃণমূলের একাংশ । আর সেকারণেই দিন কয়েক আগে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করে ওই ঘর না নেওয়ার আবেদন জানিয়েছেন ।