দিনহাটা, 25 ফেব্রুয়ারি:একদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ শনিবার দিনহাটার বুড়িরহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ নয়া মাত্রা যোগ করল এই দুই নেতার দ্বন্দ্বে ৷ এদিন গুন্ডা, সমাজবিরোধী, বন্দুকের কারবারী'র মতো বিশেষণ ব্যবহার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ ৷ এমনকি বিজেপি কর্মীদের রাস্তায় বেরতে না-দেওয়ার হুমকিও দিয়েছেন রাজ্যের এই মন্ত্রী (controversial comment of Udayan Guha) ৷
এদিনের ঘটনার পর বুড়িরহাটে যান উদয়ন গুহ ৷ সেখানে গিয়ে গিয়ে তিনি 'নিশীথের চামড়া, তুলে দেব আমরা' বলে স্লোগান দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ তারপরেই লাগামহীনভাবে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে ৷ বলেন,"একজন বিজেপি কর্মীও যেন আর বুড়িরহাটের রাস্তায় বের হতে না-পারেন । নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে এই এলাকার বিজেপি কর্মীদের । কাউকে আর বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না ।"
এদিন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) এলাকা থেকে চলে যাওয়ার পরেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় যান উদয়ন গুহ ৷ পুলিশকে নির্দেশ দিতেও দেখা যায় তাঁকে ৷ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অভিযোগ, এলাকার সিসিটিভি ক্যামেরাগুলি খারাপ করে হামলা চালিয়েছে বিজেপি ৷ সাধারণ ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়েছে ৷