কোচবিহার, 16 অক্টোবর:বাংলা ভাগ নিয়ে যখন সরগরম রাজ্য-রাজনীতি, ঠিক তখনই ফের বাংলা ভাগের সমর্থনকারীদের হাঁটু ভাঙার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ(Udayan Guha Speaks on Bengal Partition Issue)। শনিবার রাতে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানিরহাটে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি(Udayan Guha)৷ বিজেপির পাশাপাশি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নাম না করে তাঁকেও বার্তা দেন মন্ত্রী ।
কোচবিহার জেলা রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । এর আগেও একাধিকবার উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে ৷ দুই নেতাই একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পালটা আক্রমণ করেছেন । তবে সম্প্রতি দু'জনের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও গত বৃহস্পতিবার কোচবিহারের সুকান্ত মঞ্চে রবীন্দ্রনাথ ঘোষ নাম না করে উদয়ন গুহ-সহ তৃণমূলের একাংশ নেতার উদ্দেশ্য বলেন, "আমি যখন জেলা সভাপতি ছিলাম তখন পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, বিধানসভা ও সাংসদ নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়েছে । তবে কারও হাঁটু ভাঙার প্রয়োজন হয়নি ।"
আরও পড়ুন :'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার