কোচবিহার, 20 মার্চ:"ইডি আমাকে ডাকুক । সিবিআই আমাকে ডাকুক । আমি বলব কেন্দ্রীয় মন্ত্রীর মতো চাকরি চোর এই জেলায় আর কেউ নেই।" কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাম না-করে এভাবেই তাঁকে চাকরি চোর বললেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । রবিবার দুপুরে কোচবিহার রবীন্দ্রভবনে তৃণমূলের সংখ্যালঘু সেলের কোচবিহার জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য মন্ত্রিসভার এই সদস্য। চাকরির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে জমি চুরির অভিযোগও এনেছেন উদয়ন (Udayan Guha speaks about recruitment scam )।
এদিন তিনি জানান, যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । কিন্তু এজেন্সি লাগিয়ে হেনস্থা করা ঠিক নয় । উদয়নের কথায়, " আমার মনে হয় এই জেলার কেন্দ্রীয় মন্ত্রীকে সবার আগে জিজ্ঞাসা করা উচিত । কারণ তাঁর মতো চাকরি চোর, জমি চোর এই জেলাতে নেই ।" উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দাবি করেন, এক তৃণমূলের নেতা এখন বিজেপি হয়েছে ৷ তাঁর বাড়ি দিনহাটায়। তাঁর চেয়ে বড় চাকরি চোর আর এই জেলায় কেউ নেই । রাজ্যের মন্ত্রীর দাবি, প্রয়োজনে ইডি তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তিনি দুর্নীতির সঙ্গে জড়িত অন্তত 50 জনের নাম বলে তদন্তে সাহায্য করতে পারবেন।