পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Udayan Guha: তৃণমূল কর্মীদের মদত ছাড়া পঞ্চায়েতে প্রার্থী দিতে পারবে না বিজেপি: উদয়ন

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী দেওয়ার মতো কেউ নেই ৷ আমরা যদি তাদের না সাহায্য করি তবে তারা এবারের নির্বাচনে প্রার্থী দিতে পারবে না ৷ দলীয় কর্মীসভায় মঙ্গলবার একথাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ(Udayan Guha)৷

ETV Bharat
দলীয় সভা থেকে বিজেপির প্রার্থী দেওয়া নিয়ে উদয়ন গুহর বক্তব্য়

By

Published : Nov 16, 2022, 4:18 PM IST

দিনহাটা, 16 নভেম্বর: "আমাদের নেতারা যদি মদত না-দেয়, তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একটাও প্রার্থী দিতে পারবে না(Udayan Guha says that BJP Will Not be Able to Field Candidates in Panchayat Elections if TMC Workers Not Support Them)।" নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটা 2 ব্লকের কালমাটিতে মঙ্গলবার রাতে দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।

এদিন তিনি বলেন, "এই বামনহাট-2 গ্রাম পঞ্চায়েতে ছ'টি বুথ রয়েছে । এই বুথগুলোতে যদি আমাদের লোক অর্থাৎ তৃণমূল কর্মীরা মদত না-দেয় তাহলে বিজেপি একটাও প্রার্থী দিতে পারবে না । আর যদি বিজেপি প্রার্থী দেয় তাহলে আমাদের নেতাদের শাস্তি হবে । তাই গ্রামে গ্রামে আমাদের সংগঠন এমনই মজবুত করতে হবে । আমরা বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেব না ঠিকই । কিন্তু বিজেপি, কংগ্রেস, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক যাতে প্রার্থী দিতে না পারে সেই উদ্যোগ আমাদের নিতে হবে দলকে শক্তিশালী করার মধ্যে দিয়ে ।"

দলীয় সভা থেকে বিজেপির প্রার্থী দেওয়া নিয়ে উদয়ন গুহর বক্তব্য়

দিনহাটা বিধানসভা কেন্দ্রের 16টি গ্রাম পঞ্চায়েতের প্রায় সবকটি তৃণমূলের দখলে । দিনহাটা-2 পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এবং এই ব্লকের মধ্যে থাকা জেলা পরিষদের তিনটি আসনও তৃণমূলের । তবুও গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের ভরাডুবি হয়েছে । আর তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে । তৃণমূলের আশঙ্কা পঞ্চায়েত নির্বাচনে টিকিট না-পেয়ে অনেকেই দলবিরোধী কাজ করতে পারে ।

আরও পড়ুন :সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে টাকা নিলে জেলে পাঠানোর হুঁশিয়ারি উদয়নের

ABOUT THE AUTHOR

...view details