দিনহাটা, 16 নভেম্বর: "আমাদের নেতারা যদি মদত না-দেয়, তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একটাও প্রার্থী দিতে পারবে না(Udayan Guha says that BJP Will Not be Able to Field Candidates in Panchayat Elections if TMC Workers Not Support Them)।" নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটা 2 ব্লকের কালমাটিতে মঙ্গলবার রাতে দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।
এদিন তিনি বলেন, "এই বামনহাট-2 গ্রাম পঞ্চায়েতে ছ'টি বুথ রয়েছে । এই বুথগুলোতে যদি আমাদের লোক অর্থাৎ তৃণমূল কর্মীরা মদত না-দেয় তাহলে বিজেপি একটাও প্রার্থী দিতে পারবে না । আর যদি বিজেপি প্রার্থী দেয় তাহলে আমাদের নেতাদের শাস্তি হবে । তাই গ্রামে গ্রামে আমাদের সংগঠন এমনই মজবুত করতে হবে । আমরা বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেব না ঠিকই । কিন্তু বিজেপি, কংগ্রেস, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক যাতে প্রার্থী দিতে না পারে সেই উদ্যোগ আমাদের নিতে হবে দলকে শক্তিশালী করার মধ্যে দিয়ে ।"