পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ওরা 5টি নিয়ে আসলে 15টি লাঠি নিয়ে মোকাবিলা করুন', কর্মীদের নিদান উদয়ন গুহ’র - lok sabha election 2024

Udayan Guha: দিনহাটার কর্মিসভা থেকে দলীয় কর্মীদের বদলার নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ৷ এদিনের সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকেও আক্রমণ করেন ৷ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, "ওরা 5টা লাঠি নিয়ে আসলে আমাদের 15টি লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে ।"

Udayan Guha
দিনহাটার কর্মিসভায় উদয়ন গুহ

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 1:07 PM IST

দিনহাটার কর্মিসভা থেকে দলীয় কর্মীদের বদলার নিদান মন্ত্রী উদয়ন গুহর

কোচবিহার, 18 ডিসেম্বর: আবার বদলার নিদান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ৷ রবিবার কোচবিহারের দিনহাটা এলাকায় একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল ৷ এই সভাতেই উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক পরেশ অধিকারী ৷

এটাই প্রথম নয়, চলতি বছরের 20 নভেম্বর ভেটাগুড়িতে আয়োজিত একটি সভায় বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানোর নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্কিত মন্তব্য করলেন ৷ এবারও সেই মারধরের নিদান ৷ এদিন দিনহাটায় সংহতি ময়দানে আয়োজিত এক কর্মিসভাতে যোগ দিতে এসেই একই নিদান দিলেন ৷ এদিনের সভাতেই তিনি বলেন, " আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে । কারণ আমাদের বিরুদ্ধে বিচার ব্যবস্থার একটা বড় অংশ চক্রান্ত করছে, বিরোধিতা করছে। বলতে খারাপ লাগলেও কোচবিহার জেলা পুলিশের একটা বড় অংশ বিজেপিকে মদত দিচ্ছে । আমি স্পষ্ট ভাবে বলি গব্বর সিং বলেছিলেন যো ডর গায়া ও মর গায়া । যারা ভয় পাবেন তারা মরে গিয়েছেন । ওরা 5টা লাঠি নিয়ে আসলে আমাদের 15টি লাঠি নিয়ে মোকাবিলা করতে হবে ।"

2024 সালে লোকসভা নির্বাচন ৷ এই নির্বাচনকে মাথায় রেখেই কাজ করতে হবে ৷ দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানান, লোকসভা নির্বাচনে জিততে যা যা করার দরকার তাই করতে হবে । তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে তৃণমূলকে ক্ষমতায় রাখতে দলীয় কর্মীদের সমস্তরমক ভাবে সাহায্য করতে হবে ৷ কর্মীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন,"যা যা দরকার সবকিছু সরবরাহ করা হবে ৷ কর্মীরা যাতে পরবর্তীতে বলতে না পারে এই জিনিসটা না থাকায় জিততে পারলাম না। একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে ।" এদিনের সভায় বছর দুয়েক আগে বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রীতিতোষ মণ্ডল বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দেন। উদয়নের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, একটা কথা জানিয়ে রাখি ঢিল মারলে পাটকেল খেতে হবে। আর সেজন্য যেন উদয়ন গুহরা প্রস্তুত থাকে।।

ABOUT THE AUTHOR

...view details