গিতালদহে গুলি চালানোর তদন্তে পুলিশ দিনহাটা, 27 জুন:দিনহাটার জারিধরলা গ্রামে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ থেকে দুষ্কৃতী নিয়ে এসে হামলা চালিয়েছে বিজেপি । এমনই অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ । এদিন তিনি বলেন, "ওই এলাকায় কাঁটাতার নেই। আর সেই সুযোগে বিজেপি দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে।"
এদিন দুপুরে জারিধরলা গ্রামে ঘটনাস্থলে যান কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার। তিনি জানান, দুষ্কৃতীরা দুষ্কর্ম ঘটিয়ে ওপারে চলে গিয়েছে। বিএসএফ-বিজিবি'র সঙ্গে কথা বলছে। তাঁর দাবি, প্রাথমিকভাবে জানা গিয়েছে বিজেপির পক্ষ থেকে তৃণমূল সমর্থকদের আক্রমণ করা হয় ৷ পাশাপাশি জারিধরলা গ্রামে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত একটা পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জারিধরলা গ্রাম তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ৷ মৃত্যু হয় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর। আহত হন 7 জন ।
এরপর আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কোচবিহারে রেফার করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই প্রসঙ্গে এদিন জানান, বিজেপি প্রতিবেশী রাষ্ট্র থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে। যদিও বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়ে তদন্ত ও দুষ্কৃতীদের খোঁজ ৷
আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে দিনহাটায় গুলি ! মৃত এক; জখম 5
এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে আতঙ্ক ছড়িয়েছে জারিধরলা গ্রামে । স্থানীয় বাসিন্দা আনারুল হক, শফিকুল ইসলাম প্রমুখ জানান, এদিন ভোরেই প্রথমে বোমার শব্দে ঘুম ভাঙে তাঁদের । এরপরই গুলির শব্দ শুনতে পান তাঁরা ৷ পঞ্চায়েত ভোটের আগে স্থানীয় রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে এই ঘটনা ৷ এই ঘটনাকে হাতিয়ার করে পরস্পরের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল ও বিজেপি ৷ এলাকায় রয়েছে উত্তেজনা ৷