দিনহাটা, 22 অক্টোবর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) সময় কেউ যদি বোমা-বন্দুক নিয়ে সন্ত্রাস করতে আসে তাহলে তাদের ছাড় দেওয়া হবে না । প্রয়োজনে তাদের দাঁত উপরে ফেলতে হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গড় দিনহাটার ভেটাগুড়িতে বিজয়া সম্মিলনী থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা । কারও নাম অবশ্য তারা করেননি ।
এ দিনের সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) যেমন হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের গলাতেও একই সুর । আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাঠে নেমে কাজ করা নির্দেশ দেন তৃণমূল নেতৃত্ব । শুক্রবার রাতে ভেটাগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর ডাক দিয়েছিল তৃণমূল নেতৃত্ব । সভায় বক্তব্য রাখতে উঠে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "সামনে এখন পঞ্চায়েত নির্বাচন । এই নির্বাচনে যদি কেউ সন্ত্রাস করতে চায়, তাহলে তাদের দাঁত উপরে ফেলা হবে ।" পাশাপাশি তিনি বলেন, "2023-এর পঞ্চায়েত নির্বাচনের উপর ভিত্তি করেই 2024-এ কোচবিহার লোকসভা কেন্দ্রটি পুনর্দখল করতে হবে ।"
এরপরই পার্থপ্রতিম রায়ের (Partha Pratim Roy) বক্তব্যকে সহমত পোষণ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ভোট হবে । আমাদের দলের প্রার্থীরা যেমন প্রার্থী দেবে, বিরোধীরা যদি প্রার্থী দিতে চায় তাদের সহযোগিতা করা হবে । কিন্তু কেউ যদি বোমা-বন্দুক নিয়ে সন্ত্রাস করতে চায়, তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে না । প্রয়োজনে তাদের দাঁত সাড়াশি দিয়ে উপরে ফেলা হবে ।"