পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Udayan on Nisith Attack: "নিশীথের বাড়ি থেকে বোমা-বন্দুক উদ্ধার হবে", বিস্ফোরক দাবি উদয়নের - udayan guha alleged that arms can be

কোচবিহারের সিতাইয়ে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ এই হামলার প্রতিক্রিয়ায় দিনহাটার তৃণমূল বিধায়ক দাবি করলেন, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সমাজবিরোধী আছে (Udayan Guha reaction over Nisith Pramanik) ৷

Udayan Guha Nisith Pramanik Attack
ETV Bharat

By

Published : Nov 4, 2022, 10:13 AM IST

Updated : Nov 4, 2022, 12:34 PM IST

দিনহাটা, 4 নভেম্বর: "নিশীথ প্রামাণিকের বাড়িতে পুলিশ ঢুকতে পারলে, সেখান থেকে বোমা-বন্দুক পাওয়া যাবে", এই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ । বৃহস্পতিবার দিনহাটার সিতাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রী দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছিলেন (Minister Udayan Guha alleges of arms in house of Nisith Pramanik) ৷

সিতাইয়ে নিশীথ প্রামাণিকের কনভয়ের সামনে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ৷ স্বভাবত এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ দুষ্কৃতীরা নাকি বোমা ছুড়ে পালিয়ে যায় ৷ কিছু লোক কালো পতাকা দেখায় । তখন মন্ত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তাঁদের মারধর করেন । এতে তৃণমূল-বিজেপি তরজা শুরু হয়েছে ৷

কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা নিয়ে কী বললেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ?
আরও পড়ুন: বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার পথে নিশীথের কনভয়ে হামলা

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তৃণমূলের উপর হামলা চালিয়েছে । এ নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, এই ঘটনা বিজেপিই করেছে ৷ তিনি বলেন, "অনেকগুলো কারণে এই হামলা হতে পারে ৷ এক, নিজেরা নিজেরা গোলমাল করেছে ৷ দুই, নিশীথ প্রামাণিকের উপর মানুষের একটা ক্ষোভ আছে ৷ তিন, বিজেপি নেতা-নেত্রী মালতী রাভা, সুকুমার রায় নিশীথকে ভালো চোখে দেখেন না ৷ চার, নিশীথ নিজে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাণ্ডটা করতে পারেন ৷ তিনি এলাকায় যান না ৷ এতে এলাকাবাসীর ক্ষোভ তৈরি হয়েছে ৷ সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি নিজে এমন করেছেন ৷"

তৃণমূল বিধায়কের দাবি, এর আগেও নিশীথ-ঘনিষ্ঠদের বাড়ির সামনে থেকে বোমা-বন্দুক উদ্ধার করেছে পুলিশ । তিনি বলেন, "এর আগেও আমি বলেছি নিশীথ প্রামাণিকের বাড়িতে যদি পুলিশ ঢুকতে পারে, সার্চ করতে পারে, তাহলে অসম থেকে আসা সমাজবিরোধীদের পাওয়া যাবে । এখনও বলছি, তাঁর বাড়িতে বোমা-বন্দুক মজুত আছে ।" এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি । তার মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের এই মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে ।

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের উপর হামলা করেছে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী: কাকলি

Last Updated : Nov 4, 2022, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details