দিনহাটা, 5 ফেব্রুয়ারি: বিজেপির নেতা ও কর্মীরা ভোট চাইতে মানুষের দরজায় এলে তাঁদের 'ঝাঁটা মেরে বিদায় করার' নিদান দিলেন কোচবিহারের দিনহাটার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Speech) ৷ যা নিয়ে ফের একবার বিতর্ক ছড়িয়েছে ৷
আগামী 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙা কলেজের মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই জনসভা সফল করতে শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিনহাটা-2 ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের সবুজপল্লি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি প্রস্তুতি সভা করা হয় ৷ সেই সভায় উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা-2 ব্লকের তৃণমূল সভাপতি দীপককুমার ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, বড়শাকদল গ্রামপঞ্চায়েতের প্রধান তাপস দাস-সহ অন্যরা ৷ এই সভামঞ্চে সুশান্ত দাস-সহ 10 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ৷ সুশান্ত দাস বিজেপির জেলাস্তরের নেতা ছিলেন ৷
আরও পড়ুন:'বিএসএফের কাজে আমরা খুশি', সীমান্তে গুলি প্রসঙ্গে মন্তব্য নিশীথের
এই সভামঞ্চ থেকেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন উদয়ন ৷ তিনি বলেন, "বিমানের টিকিটে ভরতুকি দেওয়া হচ্ছে ৷ 4 হাজার টাকার টিকিট বিক্রি করা হচ্ছে 1 হাজার টাকায় ৷ অথচ, 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না ৷ ভরতুকির ওই টাকা আমাদের টাকা ৷ আমরা ওই টাকা এভাবে খরচ করতে দেব না ৷ এরপর যদি বিজেপির নেতা, কর্মীরা ভোট চাইতে আপনাদের কাছে আসেন, তাহলে বাড়ির ঝাঁটা দেখাবেন ৷ এরা দেশটাকে ছিঁবড়ে করে দিচ্ছে ৷ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ৷ লড়াই করতে হবে ৷ আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন ৷" মন্ত্রীর মুখে এমন ভাষণ শুনে উপস্থিত দর্শক-শ্রোতারাও উত্তেজিত হয়ে পড়েন ৷ মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সভাস্থলে উপস্থিত মহিলারা উলুধ্বনি দিতে শুরু করেন ৷
অন্যদিকে, মন্ত্রীর ঝাঁটা মারার নিদানে স্বাভাবিকভাবে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷ তবে এই প্রথম নয় ৷ এর আগেও নানা সময় উদয়ন গুহর নানা মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে ৷ এর আগে কোচবিহারের সাংসদ তথা স্বারষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের চুল, দাড়ি উপড়ে ফেলার কথা বলেছিলেন উদয়ন ৷ তা নিয়েও কম বিতর্ক হয়নি ৷ কিন্তু, তারপরও নিজের ঢঙেই বিরোধী পক্ষকে আক্রমণ করে গিয়েছেন উদয়ন ৷