পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kedarnath Trip by Cycle: কেদারনাথের টানে সাইকেলে উত্তরাখণ্ড পাড়ি কোচবিহারের দুই যুবকের - Two youth from Coochbehar to visit Kedarnath by cycle

সাইকেলে কোচবিহার থেকে কেদারনাথে পাড়ি দুই যুবকের ৷ বার্তা দিলেন গাছ বাঁচানোর ৷ সুমন চক্রবর্তী ও মদন সাহা উভয়েই কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহের বাসিন্দা (Two youth from Coochbehar to visit Kedarnath by cycle) ৷

Coochbehar to Kedarnath Cycling
সাইকেলে কোচবিহার টু কেদারনাথ দুই যুবকের

By

Published : Jul 6, 2022, 10:33 PM IST

মেখলিগঞ্জ, 6 জুলাই: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লক থেকে সাইকেলে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন সুমন চক্রবর্তী ও মদন সাহা । বছর বাইশের দুই যুবক কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজার সংলগ্ন জয় কালীবাড়ি পাড়া এলাকায় বাসিন্দা (Two youth from Coochbehar to visit Kedarnath by cycling)।

এতোটা পথ সাইকেলে পাড়ি দেওয়া কঠিন ৷ পরিবারের লোকজন বাধা দিলেও তাঁরা থেমে থাকেননি ৷ তাঁদের কেদারনাথের প্রতি ভক্তি ও টান দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা অনুমতি দিয়েছে । সুমন চক্রবর্তী জামালদহ বাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারি । মদন সাহার নিজস্ব হার্ডওয়ারের দোকান আছে । এর আগেও দুই যুবক অনেক তীর্থস্থান ভ্রমণ করেছেন । এবার তারা ঠিক করেন কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবে। সেইমতো তারা সোমবার সাইকেলে চেপে রওনা দিয়েছেন কেদারনাথের উদ্দেশ্যে।

সাইকেলে কোচবিহার টু কেদারনাথ দুই যুবকের

আরও পড়ুন : 219 দিনে সাইকেলে 15 হাজার কিমি, পরিবেশ রক্ষার বার্তাবাহক জোজো

মদনের বাবা সুশান্ত সাহা জানান, ছেলে কেদারনাথ যাবে বলে নাছোড়বান্দা । কিছুতেই আটকানো গেলো না। ছোট থেকেই ভোলানাথের ভক্ত। প্রত্যহ শিবপুজো দেয়। ছেলের শিবভক্তি দেখে না করা গেল না। এখন ওরা ভালো ভাবে কেদারনাথ যাত্রায় ফিরে আসুক, এটাই বাবা কেদারনাথের কাছে প্রার্থনা। ওই দুই যুবক জানান, বাবা কেদারনাথ দর্শনের পাশাপাশি "গাছ লাগান, প্রাণ বাঁচান "এই বার্তাও সকলকে দিতে চাই । দেশজুড়ে গাছ লাগানোর বার্তা, অবাধে গাছ ধ্বংস না-করার বার্তা দিতে চান তারা ৷ কেদারনাথের দর্শনের সঙ্গে প্রকৃতির ভারসাম্য বজায়ের বার্তা দিতে এই উদ্যোগ নিয়েছেন তাঁরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details