মেখলিগঞ্জ, 6 জুলাই: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লক থেকে সাইকেলে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন সুমন চক্রবর্তী ও মদন সাহা । বছর বাইশের দুই যুবক কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজার সংলগ্ন জয় কালীবাড়ি পাড়া এলাকায় বাসিন্দা (Two youth from Coochbehar to visit Kedarnath by cycling)।
এতোটা পথ সাইকেলে পাড়ি দেওয়া কঠিন ৷ পরিবারের লোকজন বাধা দিলেও তাঁরা থেমে থাকেননি ৷ তাঁদের কেদারনাথের প্রতি ভক্তি ও টান দেখে শেষ পর্যন্ত পরিবারের লোকেরা অনুমতি দিয়েছে । সুমন চক্রবর্তী জামালদহ বাজারে একটি কাপড়ের দোকানে কর্মচারি । মদন সাহার নিজস্ব হার্ডওয়ারের দোকান আছে । এর আগেও দুই যুবক অনেক তীর্থস্থান ভ্রমণ করেছেন । এবার তারা ঠিক করেন কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবে। সেইমতো তারা সোমবার সাইকেলে চেপে রওনা দিয়েছেন কেদারনাথের উদ্দেশ্যে।