দক্ষিণ দিনাজপুর, 4 জুন: ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 275 ৷ আহত হাজারের বেশি ৷ নিখোঁজও রয়েছেন কয়েকজন ৷ দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের কাঁঠালহাটা এলাকার 2 যুবক গত শুক্রবার পাড়ি দিয়েছিলেন চেন্নাইয়ের উদ্দেশ্য ৷ ওই দিনই ঘটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ৷ সেই ঘটনার পর 30 ঘণ্টা পার হয়ে গেলও স্থানীয় দুই যুবকের খোঁজ নেই ৷ তাঁরা ওই ট্রেনেই ছিলেন ৷
নিখোঁজদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বছর 18-র বিভাস বিশ্বাস ও 20 বছরের অমিত রায় তামিলনাড়ু যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন । কিন্তু কে জানত নিয়তি তাঁদের জন্য কী লিখে রেখেছে ৷ শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘটা ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় বদলে যায় সমস্ত সমীকরণ ৷ অমিত রায় ও বিভাস বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে ফোন করা হলে কোনও ব্যক্তি তাঁদের ফোন ধরে জানায়, দুই যুবকেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৷ আর এই ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকের পরিবার । চিন্তায় এলাকার বাসিন্দারাও।
এই বিষয়ে নিখোঁজ বিভাস বিশ্বাসের আত্মীয় প্রশান্ত সরকার বলেন, "আমার শালির ছেলে ভিনরাজ্যে কাজ করতে যাচ্ছিল । শুনেছি তারও ট্রেন দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে । রেল দফতরের পক্ষ থেকে আমার শালার ছেলের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা যা জানিয়েছে বিভাসের মত্যু হয়েছে ৷ এখানে সে টোটো চালাত এবং প্রথমবার সে কেরালা যাচ্ছিল কাজ করতে ।"