পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Students Injured: স্কুল চলাকালীন মাথায় খুলে পড়ল সিলিং ফ্যান, আহত 2 ছাত্রী - উছলপুকুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়

Ceiling fan Fell in Student Head: কোচবিহারে স্কুল চলাকালীন মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে আহত হল দুই ছাত্রী ৷ একজনের অবস্থা গুরুতর ৷ সে হাসপাতালে চিকিৎসাধীন ৷

Two Students Injured
দুই ছাত্রীর মাথার ওপর ভেঙ্গে পড়ল সিলিং ফ্যান

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 7:04 PM IST

স্কুল চলাকালীন মাথায় খুলে পড়ল সিলিং ফ্যান

কোচবিহার, 13 সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন আচমকা দুই ছাত্রীর মাথার ওপর ভেঙে পড়ল সিলিং ফ্যান । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে । এতে জখম হয়েছে একাদশ শ্রেণির দুই ছাত্রী কৃত্তিকা বর্মন ও বর্ণালী রায় । তবে কৃত্তিকার মাথায় ফ্যান পড়ায় তার আঘাত গুরুতর । তাকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে পাঠানো হয়েছে । অপর ছাত্রী বর্ণালীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ ।

স্কুল পরিচালন কমিটির সভাপতি বাবলু হোসেন বলেন, "এ দিন স্কুল চলাকালীন হঠাতই ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী জখম হয় । আচমকা এ ধরনের ঘটনায় আমরা হতভম্ব ।" জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর বর্ণালী রায় বলে, "ক্লাসে বসেছিলাম । হঠাৎ করে ফ্যান খুলে পড়ে যায় । কৃতিকার মাথায় ফ্যানটি পড়ে ৷ তার জেরে ওর মাথা ফেটে গিয়েছে । ওকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে ।"

আরও পড়ুন:উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে এসে মৃত্যু এক ছাত্রের, অসুস্থ আরও তিন ছাত্রী

জানা গিয়েছে, আজ প্রথম পিরিয়ডের ক্লাস চলছিল । ঘড়িতে তখন সাড়ে এগারোটা বাজে । হঠাৎ করেই ক্লাসরুমের ফ্যান বিকট শব্দে করে খুলে কৃত্তিকার মাথায় পড়ে । জখম হয় কৃত্তিকা । তারই পাশে বসেছিল বর্ণালী ৷ সেও জখম হয় । এরপর দ্রুততার সঙ্গে তাদের দু'জনকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় । কৃত্তিকার আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি পাঠানো হয়েছে । এ দিকে ছাত্রীদের একাংশের বক্তব্য, ওই ফ্যানটি দীর্ঘদিন ধরে সমস্যা করছিল । তা সত্ত্বেও কেন স্কুল কর্তৃপক্ষ ফ্যান সারাইয়ে কোনও ব্যবস্থা নেয়নি, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । যদিও বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক কোনও মন্তব্য করতে চাননি ।

ABOUT THE AUTHOR

...view details