কোচবিহার, 13 সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন আচমকা দুই ছাত্রীর মাথার ওপর ভেঙে পড়ল সিলিং ফ্যান । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে । এতে জখম হয়েছে একাদশ শ্রেণির দুই ছাত্রী কৃত্তিকা বর্মন ও বর্ণালী রায় । তবে কৃত্তিকার মাথায় ফ্যান পড়ায় তার আঘাত গুরুতর । তাকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে পাঠানো হয়েছে । অপর ছাত্রী বর্ণালীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ ।
স্কুল পরিচালন কমিটির সভাপতি বাবলু হোসেন বলেন, "এ দিন স্কুল চলাকালীন হঠাতই ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী জখম হয় । আচমকা এ ধরনের ঘটনায় আমরা হতভম্ব ।" জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর বর্ণালী রায় বলে, "ক্লাসে বসেছিলাম । হঠাৎ করে ফ্যান খুলে পড়ে যায় । কৃতিকার মাথায় ফ্যানটি পড়ে ৷ তার জেরে ওর মাথা ফেটে গিয়েছে । ওকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে ।"