কোচবিহার, 14 জানুয়ারি : রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চান্দামারির যুবক চিরঞ্জিৎ বর্মনেরও । মাস ছয়েক আগে গলব্লাডারে স্টোন ধরা পড়ে তাঁর । অস্ত্রোপচার করাতে হবে । কিন্তু পয়সা নেই, তাই মাস তিনেক আগে জয়পুরে রওনা দিয়েছিলেন টাকা জোগাড়ের উদ্দেশ্যে ।
অপারেশনের টাকা জোগাড় হয়ে গিয়েছে । অপারেশন করাবেন বলে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express Derails) চেপে তিনি কোচবিহারের চান্দামারির বাড়িতে ফিরছিলেন । বৃহস্পতিবার বিকেলে তাঁদের সেই ট্রেন দুর্ঘটনা পড়লে মৃত্যু হয় চিরঞ্জিতের ৷ বৃহস্পতিবার রাতেই সেই খবর চিরঞ্জিতের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবারের সদস্যরা । ঘটনায় শোকস্তব্ধ চান্দামারি গ্রাম ।
অন্যদিকে মাস দুয়েক আগে মেয়ে হয়েছে । সেই মেয়েকেই দেখতে রাজস্থানের জয়পুর থেকে নিজের বাড়িতে ফিরছিলেন কোচবিহার-1 ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের দেওয়ানবস গ্রামের সুভাষ রায় ।