কোচবিহার, 7 ফেব্রুয়ারি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে কোচবিহারেও ভাঙন বিজেপিতে (Crisis in Cooch Behar BJP)। দল ছাড়লেন উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্য । বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতটিও এ বার গেরুয়া শিবিরের হাতছাড়া হতে চলেছে (Panchayat Members Join TMC)!
অভিষেকের সভার আগে গেরুয়া শিবিরে ভাঙন: আগামী 11 ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙায় রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ৷ তার আগে কোচবিহার বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েতে ভাঙন ধরাল তৃণমূল । সেই গ্রাম পঞ্চায়েতটি এ বার গেরুয়া শিবিরের হাতছাড়া হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
বিজেপির একমাত্র গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়ার পথে: সোমবার রাতে কোচবিহারের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন । এই দলবদলের ফলে 14 জন সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূল দুই দলেরই সদস্য সংখ্যা দাঁড়াল 7 জন করে । ফলে আজ, অর্থাৎ মঙ্গলবার এই পঞ্চায়েতে অনাস্থা আনতে চলেছে তৃণমূল । প্রসঙ্গত, কোচবিহার জেলায় 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতই বিজেপির দখলে ছিল । এখন অনাস্থার পর সেটি আর বিজেপি ধরে রাখতে পারবে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে ।