পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাল সতর্কতার মধ্যে মাঝনদীতে আটকে দুই ব্যক্তি, উদ্ধার

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে জল বাড়ছে । বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী ৷ মানসাই নদী সংলগ্ন কয়েকটি এলাকায় বন্যাও হয়েছে ৷ যার জেরে প্রায় 400 বাড়ি জলমগ্ন ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে আজ দ্বীজেন সরকার ও সুবল সরকার মাঝনদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে পড়েন । তাঁদের উদ্ধার করা হয়েছে ।

উদ্ধার হওয়ার পর

By

Published : Jul 25, 2019, 3:27 AM IST

মাথাভাঙা, 25 জুলাই : ভারী বৃষ্টির জেরে জল বাড়ছে কোচবিহারের জলঢাকা নদীতে (স্থানীয় নাম মানসাই ) । কোচবিহার সেচ বিভাগেরর তরফে জারি করা হয়েছে লাল সতর্কতা ৷ কিন্তু, তারমধ্যেই দুই ব্যক্তি মাঝ নদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে যান ৷ নদীর জল বেড়ে যাওয়ায় ডাঙায় ফিরতে পারছিলেন না তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থান থেকে তাঁদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী । মাথাভাঙার ভাঐরথানা সংলগ্ন মানসাই নদীচড়ের ঘটে ৷

মাঝ নদীর চড় থেকে উদ্ধার দুই ব্যক্তি

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে জল বাড়ছে । বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদী ৷ মানসাই নদী সংলগ্ন কয়েকটি এলাকায় বন্যাও হয়েছে ৷ যার জেরে প্রায় 400 বাড়ি জলমগ্ন ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে আজ দ্বীজেন সরকার ও সুবল সরকার মাঝনদীর চড়ে ঘাস কাটতে গিয়ে আটকে পড়েন । খবর যায় শীতলকুচি ব্লকে । BDO ওয়াংদি গ্যালপো ভুটিয়া বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নিয়ে ঘটনাস্থানে আসেন । ওই দুই ব্যক্তিকে উদ্ধার করেন । উদ্ধারের পর ওয়াংদি গ্যালপো ভুটিয়া বলেন, "মাঝনদীতে আটকে পড়েছিলেন দু'জন । খবর পেয়ে আমরা ঘটনাস্থানে যাই । তাঁদের উদ্ধার করা হয় ৷ এখন তাঁরা সুস্থ ।"

নদী থেকে উদ্ধারের সময়

লাল সতর্কতা জারি থাকা সত্ত্বেও কেন নদীতে গেছিলেন? প্রশ্ন শুনে দ্বীজেন ও সুবল জানান, লাল সতর্কতার বিষয়ে তাঁরা জানতেন না । প্রতিদিনের মতো আজও তাঁরা নদীচড়ে ঘাস কাটতে গেছিলেন । যাওয়ার সময় হাঁটু জল ছিল কিন্তু, একটু পরই জল বেড়ে যায় । তাঁরা ভয় পেয়ে গেছিলেন । একজনের কথায়, "মনে হচ্ছিল আজ বেঁচে ফিরব না । কিন্তু, ঠিক সময় আমাদের উদ্ধার করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details