পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্য থেকে ফেরা কোচবিহারের দুই শ্রমিকের রিপোর্টে কোরোনা নেগেটিভ

জ্বরে আক্রান্তের খবর পাওয়ার পরই ভিনরাজ্য থেকে ফেরা দুই শ্রমিককে কোচবিহারের মেডিকেলে ভরতি করা হয়েছিল । আজ তাঁদের রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে ।

Coochbehar Medical College
কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল

By

Published : Apr 7, 2020, 2:55 PM IST

কোচবিহার, 7 এপ্রিল : কোরোনায় আক্রান্ত নন কোচবিহারে ফিরে আসা ভিনরাজ্যের শ্রমিকরা । আজ তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে । ফলে স্বস্তিতে কোচবিহারের স্বাস্থ্যকর্তারা ।

কোরোনা সংক্রমণ শুরু হওয়ায় ভিনরাজ্য থেকে বাড়ি ফিরে আসতে শুরু করেন অনেকে । ভিনরাজ্য থেকে কোচবিহারে ফিরে আসা এরকম প্রত্যেককে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে । স্বাস্থ্য বিভাগের কাছে খবর আসে, হোম কোয়ারান্টাইনে থাকা দিল্লি ও কেরালা ফেরত দুই শ্রমিক জ্বরে আক্রান্ত । তাই ওই দু'জনকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয় ।

গতকাল তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয় । আজ সেই পরীক্ষার রিপোর্টে দু'জনের কোরোনা নেগেটিভ আসে । এই নিয়ে কোচবিহারে মোট পাঁচজনের কোরোনা সন্দেহে নমুনা পরীক্ষা হয় । প্রতিটি ক্ষেত্রেই কোরোনা নেগেটিভ এসেছে ।

কোচবিহার মেডিকেলের MSVP ডাঃ রাজীব প্রসাদ জানান, "দুই রোগীর রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে, এখনই তাঁদের ছাড়া হচ্ছে না ।"

ABOUT THE AUTHOR

...view details