কোচবিহার, 12 সেপ্টেম্বর:তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার (TMC Inner Clash in Coochbehar) ৷ রবিবার রাতে সাহেবগঞ্জ থানার অর্ন্তগত শালমারা বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক শিবিরের দুই গোষ্ঠী ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন 2 তৃণমূল কর্মী ৷ যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
জানা গিয়েছে, দিনকয়েক আগে এই এলাকায় একটি ভ্যানরিক্সা চুরি হয়। তা থেকেই এই ঘটনার সূত্রপাত ৷ স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে এ ব্যাপারে এক যুবককে শনাক্ত করা হয়। রবিবার বিকেলে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী সেই যুবককে ধরে এনে সেই ভ্যান খুঁজে দেওয়ার জন্য বলে । এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হলেও ভ্যানরিক্সা মেলেনি। ফলশ্রুতি হিসেবে রবিবার রাতে দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। দু'পক্ষই একে অপরকে লক্ষ্য করে লাঠি-বাটাম নিয়ে হামলা চালায়। এরপর সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।