পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি বিবাদে দুই পরিবারের সংঘর্ষ, মৃত 1 - জমি বিবাদে দুই পরিবারে সংঘর্ষ

গুরুতর আহত বাবলু বর্মণকে তড়িঘড়ি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আনা হয় ৷ হাসপাতালে আসার পথেই তাঁর মৃত্যু হয় ।

Two families clash over a land dispute at Mekhliganj 1 died
Two families clash over a land dispute at Mekhliganj 1 died

By

Published : Jun 7, 2021, 11:15 AM IST

মেখলিগঞ্জ (কোচবিহার) , 7 জুন : বেশ কয়েক মাস ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল । এদিন তা চরমে ওঠে । দুই পরিবারে শুরু হয় সংঘর্ষ । ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের 126 খড়খড়িয়ার মুরিবেচি গ্রামের ঘটনা । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

মৃত ব্যক্তির নাম বাবলু বর্মণ ৷ বাবলু রবিবার আমন ধানের বীজ বুনতে মাঠে যায় ৷ সেখানেই দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ শুরু হয় ৷ যে জমিতে বাবলু ধান বুনছিলেন দু-পক্ষ দাবি করে সেই জমি তাঁদের । প্রথমে বচসা, পরে মারামারি শুরু হয় ।

মৃতের ছেলে উত্তম বর্মণের অভিযোগ, "মানু বর্মণ, সত্যেন বর্মণ ও নীতেন বর্মণ তাঁর ও তাঁর বাবার উপর হামলা করে । বেধড়ক মারধর করে বাবাকে । " মৃতার স্ত্রী কনিকা বর্মণ অভিযোগ করেন, "স্বামীকে মাটিতে ফেলে মারধর করা হয় ।"

গুরুতর আহত বাবলু বর্মণকে তড়িঘড়ি মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আনা হয় ৷ যদিও হাসপাতালে আসার পথেই তাঁর মৃত্যু হয় ।

অভিযুক্ত নীতেন বর্মণ দাবি করেন, "মৃত ব্যক্তিকে মারধর করা হয়নি । লাঠি দেখে সে জ্ঞান হারায় ।"

আরও পড়ুন: যশের প্রভাবে বৃষ্টি, মেখলিগঞ্জে তিস্তার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে মন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুচলিবাড়ি থানার পুলিশ ৷ মেখলিগঞ্জের সার্কেল ইন্সপেক্টর পূরণ রাই, কুচলিবাড়ি থানার ওসি বিমান সরকার ও এসআই সঞ্জয় সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details