মেখলিগঞ্জ (কোচবিহার) , 7 জুন : বেশ কয়েক মাস ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছিল । এদিন তা চরমে ওঠে । দুই পরিবারে শুরু হয় সংঘর্ষ । ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের 126 খড়খড়িয়ার মুরিবেচি গ্রামের ঘটনা । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
মৃত ব্যক্তির নাম বাবলু বর্মণ ৷ বাবলু রবিবার আমন ধানের বীজ বুনতে মাঠে যায় ৷ সেখানেই দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ শুরু হয় ৷ যে জমিতে বাবলু ধান বুনছিলেন দু-পক্ষ দাবি করে সেই জমি তাঁদের । প্রথমে বচসা, পরে মারামারি শুরু হয় ।
মৃতের ছেলে উত্তম বর্মণের অভিযোগ, "মানু বর্মণ, সত্যেন বর্মণ ও নীতেন বর্মণ তাঁর ও তাঁর বাবার উপর হামলা করে । বেধড়ক মারধর করে বাবাকে । " মৃতার স্ত্রী কনিকা বর্মণ অভিযোগ করেন, "স্বামীকে মাটিতে ফেলে মারধর করা হয় ।"