কোচবিহার, 10 এপ্রিল : রাত পোহালেই ভোট রাজ্যের দুই লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার ও কোচবিহারে। আজ বুথে যাওয়ার আগেই কোচবিহারে অসুস্থ হয়ে পড়লেন দুই ভোটকর্মী। অসুস্থ ভোটকর্মীদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
বুথে যাওয়ার আগে অসুস্থ কোচবিহারের দুই ভোটকর্মী
অনুমান কেন্দ্রীয়বাহিনী না থাকায় আতঙ্কে অসুস্থ কোচবিহারের দুই ভোটকর্মী। কারণ বাহিনীর দাবিতে এর আগেই আন্দোলন করেছিল জেলার ভোটকর্মীদের একাংশ।
অসুস্থ দুই ভোটকর্মীর নাম বাবলা বর্মণ ও বিমল বর্মণ। বাবলা মেখলিগঞ্জের বাসিন্দা এবং বিমলের বাড়ি মাথাভাঙায়। চিকিৎসকরা জানান উচ্চরক্তচাপ জনিত কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ছাড়া বুথে যেতে নারাজ ছিলেন জেলার ভোট কর্মীদের একাংশ। তাঁদের মধ্যে ওই দু'জনও ছিলেন। বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আন্দোলনও হয় কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা, মেখলিগঞ্জ ও তুফানগঞ্জে। শেষ পর্যন্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটকর্মীদের বাহিনী ছাড়াই বুথে যেতে হচ্ছে। অনুমান হয়ত সেই আতঙ্কেই রক্তচাপ বেড়ে যায় এবং অসুস্থ হয়ে পড়েন ওই দুই ভোটকর্মী।