পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Storm : বিধ্বংসী ঝড়ে কোচবিহারে মৃত 2, আহত 50 - বিধ্বংসী ঝড়ে কোচবিহারে মৃত 2

কোচবিহারে বিধ্বংসী ঝড়ে মৃত্যু হল দু'জনের (Cooch Behar Storm)। আহত হন অনেকে ৷ জাহাঙ্গির আলম নামে এক কিশোর ও দেবদাস পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷

Cooch Behar Strom
কোচবিহারে বিধ্বংসী ঝড়ে মৃত্যু হল দু'জনের

By

Published : Apr 18, 2022, 7:09 AM IST

Updated : Apr 18, 2022, 7:43 AM IST

কোচবিহার, 18 এপ্রিল :কালবৈশাখী ঝড়ে রাজ্যে কেড়ে নিল দু'জনের প্রাণ ৷ রবিবার বিধ্বংসী ঝড়ে কোচবিহারে মৃত্যু হয়েছে দু'জনের (Cooch Behar Storm)। আহত হন অনেক মানুষ। রবিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি-সহ ঝড় শুরু হয় ৷ ঝড়ে গাছ ভেঙে ও বিদ্যুতের খুঁটি পড়ে দু'জনের মৃত্যু হয়েছে ৷

কোচবিহার 1 নং ব্লকের বিস্তীর্ণ এলাকা এই ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। বহু বাড়িঘর ভেঙে গিয়েছে। কোচবিহার শহর, 1 নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের বড় আঠারোকোটা গ্রামে জাহাঙ্গির আলম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘরের ওপর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় দেবদাস পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঝড়ে। এদিন ঝড়ের সময় নিজের ঘরেই ছিলেন দেবদাসবাবু। ঝড়ে ঘর ভেঙে পড়লে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, রবিবার ঝড়ে মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের 1 নং ব্লকে দু'জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছে 50 জন ৷

আরও পড়ুন :ঝড়ে লন্ডভন্ড আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঝড়ে আহত হয়ে অন্তত 50 জন বাসিন্দা কোচবিহার মেডিকেলে চিকিৎসাধীন। এর আগে গত বৃহস্পতিবার দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা ৷ আলিপুরদুয়ার জেলার কালচিনি, কুমারগ্রাম ব্লক ও আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক।

Last Updated : Apr 18, 2022, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details