পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় বিজেপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর - তৃণমূল

বিজেপির একশোদিনের কাজ নিয়ে বিক্ষোভ কর্মসূচির পরই, ফুলবাড়ি এবং নবগঞ্জ এলাকায় বিজেপির দুটি দলীয় কার্যালয়ে তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় ।

মাথাভাঙায় বিজেপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর
মাথাভাঙায় বিজেপির দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর

By

Published : Jun 16, 2021, 10:27 PM IST

কোচবিহার, 16 জুন : একশো দিনের কাজে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বিক্ষোভ ৷ বিক্ষোভ শেষে তৃণমূল কর্মীরা বিজেপির দুটি কার্যালয় ভেঙেছে বলেও অভিযোগ তোলে বিজেপি ৷ ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ ৷

কোচবিহারের মাথাভাঙায় একশো দিনের কাজ নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদেস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিজেপি ৷ বিজেপির অভিযোগ অনুযায়ী, একশো দিনের কাজে স্বজনপোষন করছে তৃণমূল ৷ বিজেপি কর্মীদের কাজ না দিয়ে, শুধু তৃণমূল কর্মীদের কাজ দেওয়া হচ্ছে বলে ওঠে অভিযোগ ৷ আর এই অভিযোগের ভিত্তিতেই বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতা কর্মীরা । কিন্তু বিক্ষোভ কর্মসূচির পর কর্মীরা বাড়ি ফিরতেই, ফুলবাড়ি এবং নবগঞ্জ এলাকায় বিজেপির দুটি দলীয় কার্যালয়ে তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায় । কোচবিহারের মাথাভাঙা দুই ব্লকের ফুলবাড়ি এলাকায় দলীয় কার্যালয় ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ । যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন : তৃণমূলে যোগ দিতে ইলামবাজারে বিজেপি কর্মীদের ধর্না

মাথাভাঙা দুই নম্বর ব্লকের বিজেপির 5 মণ্ডল সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মণের অভিযোগ, সাধারণ মানুষ তৃণমূলের পাশে নেই । তাই বাইরে থেকে লোক এনে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে । অন্যদিকে,তৃনমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে স্থানীয় তৃণমূল নেতা করুনা বর্মণ জানান, ফুল বাড়িতে বিজেপির কোনও অস্তিত্ব নেই ৷ নিজেরাই দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে বিজেপি ।

ABOUT THE AUTHOR

...view details