কোচবিহার, ১৬ মার্চ : কয়েকঘণ্টার ব্যবধানে ফের কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতের নাম আনন্দ দাস। তাঁর কাছ থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
গতকাল রাতে পুণ্ডিবাড়ি থানার টাকাগাছ এলাকা থেকে একটি দেশি বন্দুক সহ জামির আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এর কয়েকঘণ্টা পরই মাথাভাঙা থানার কলেজ মোড় এলাকা থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ সহ আনন্দ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাতে পুলিশি টহলের সময় আনন্দকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে মাথাভাঙা থানার পুলিশ। আটক করা হয় তাকে। তার কাছ থেকে অস্ত্র উদ্ধারের পর গ্রেপ্তার করে মাথাভাঙা থানার পুলিশ।