কোচবিহার, 6 জুলাই: বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা-1 ব্লকের গিতালদহের জারিধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর ৷ ঘটনায় বাংলাদেশে পালিয়ে যাওয়া দুই দুষ্কৃতীকে বিএসএফ-এর হাতে তুলে দিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশের দুর্গাপুর ও ভারতের জারিধরলা সীমান্ত দিয়ে তাঁদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ধৃতরা হলেন সুমন হক ও রহমতউল্লা। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "জারিধরলা গ্রামে গুলি কাণ্ডের ঘটনায় অভিযুক্তদের মধ্যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে দুষ্কৃতীদের তুলে দেওয়া হয়েছে। বিএসএফ আবার দিনহাটা থানার পুলিশের হাতে তাঁদের তুলে দেয়। শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 28 জুন দিনহাটা থানার অন্তর্গত গিতালদহ -2 গ্রাম পঞ্চায়েতের জারিধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর। আহত হন 7 জন। দুষ্কৃতীরা গুলি চালিয়ে খোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়। তৃণমূলের তরফে অভিযোগ কর হয়, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা চালিয়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছে।