পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটায় 2 ABVP কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল - TMC

কোচবিহারের দিনহাটায় দুই ABVP কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ।

2 ABVP কর্মীকে মারধর

By

Published : Jul 21, 2019, 2:37 PM IST

কোচবিহার, 21 জুলাই : দুই ABVP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । আক্রান্তদের নাম সম্রাট সরকার ও দীপেন চক্রবর্তী । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । কোচবিহারের দিনহাটার ঘটনা । গতরাতে দিনহাটার স্টেশন চত্বরের ঘটনা । গুরুতর জখম অবস্থায় দুই কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে । বাড়ি ভাঙচুর, লুটপাট চালানোরও অভিযোগ উঠেছে দুই তরফের বিরুদ্ধেই । ইতিমধ্যেই এলাকা ছাড়া সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা । এরমধ্যেই দিনহাটায় শুরু হয়েছে ABVP-র সঙ্গে তৃণমূলের সংঘর্ষ । গতরাতে দিনহাটা স্টেশন চত্বরে বসেছিলেন ABVP-র দুই কর্মী । সেইসময় তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে তাঁদের মারধর করে বলে অভিযোগ । সম্রাট সরকারের অভিযোগ, দু'দিন আগে আমার কম্পিউটারের দোকানে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

BJP-র জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা গত কয়েকদিন ধরেই BJP-র উপর হামলা চালাচ্ছিল । গতরাতে ABVP দু'জন কর্মীকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details