পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man shot : মাথাভাঙায় পুজোর চাঁদা আদায় নিয়ে বচসা জেরে গুলিবিদ্ধ এক, তদন্তে পুলিশ - মাথাভাঙ্গা

আহত ট্রাক চালকের পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ট্রাক চালক । তাঁর অবস্থা আশঙ্কা জনক । আজ থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হয় ।

PUJOR CHADA GULI BRIDHA EK COOCHBEHAR
মাথাভাঙায় পুজোর চাঁদা আদায় নিয়ে বচসার জেরে গুলিবিদ্ধ ১

By

Published : Oct 12, 2021, 11:08 PM IST

কোচবিহার, 12 অক্টোবর : পুজোর চাঁদা আদায় নিয়ে বচসার জের ৷ গুলিবিদ্ধ হলেন এক ট্রাক চালক । কোচবিহারের মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট এলাকার ঢোরারবাসা গ্রামে ঘটনাটি ঘটেছে । গুলিবিদ্ধ ট্রাক চালককে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ি রেফার করা হয় । গুলিবিদ্ধ ট্রাক চালকের নাম সাদ্দাম হোসেন ৷ তাঁর বাড়ি মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 10 টা নাগাদ ট্রাকে মাল বোঝাই করে মাথাভাঙা থেকে ফেরার সময় মাথাভাঙা ঢোরারবাসা এলাকায় একটি পূজার গেটে থামানো হয় ট্রাকটি । এরপরই কয়েকজন যুবক এসে 5 হাজার টাকা চাঁদার দাবি জানায় ওই ট্রাক চালকের কাছে। ট্রাক চালক এত টাকা না দিতে চাইলে বচসা শুরু হয় । এরপরই এক যুবক সেখানে হাজির হয়ে রিভলবার বের করে ট্রাক চালকের উপরে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ । খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায় ।

আহত ট্রাক চালকের পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ট্রাক চালক । তাঁর অবস্থা আশঙ্কা জনক । আজ থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হয় ।

এই বিষয়ে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল বলেন, “ঘটনার উপর নজর রাখছে পুলিশ । তদন্ত চলছে ৷”

ABOUT THE AUTHOR

...view details