পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় জন বারলার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ যুব তৃণমূলের - north bengal

জন বারলার উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবির প্রতিবাদে গতকাল কোচবিহারের মাথাভাঙার 1 নং ব্লকে তৃণমূল ছাত্র-যুবরা রাজ্য সড়কে জন বারলার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান ।

কোচবিহারের মাথাভাঙায় জন বারলার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ যুব তৃণমূলের
কোচবিহারের মাথাভাঙায় জন বারলার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ যুব তৃণমূলের

By

Published : Jun 24, 2021, 12:10 PM IST

মাথাভাঙা, ২৪ জুন: গতকাল আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে মাথাভাঙার শিকারপুরের রাজ্য সড়কে কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় যুব তৃণমূল । গত সপ্তাহে আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দাবি তোলেন। এই মন্তব্যে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল । বুধবার কোচবিহারের মাথাভাঙা 1 নং ব্লকে তৃণমূল ছাত্র-যুবরা যৌথভাবে শিকারপুরে রাজ্য সড়কে জন বারলার কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব নেতা কামাল হোসেন, ছাত্রনেতা জয়দীপ বর্মন, শিকারপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু বর্মন, নেতাজি বর্মন সহ অন্যান্যরা ।

এই বিষয়ে মাথাভাঙা 1 নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়দীপ বর্মন বলেন, ‘‘বিজেপি হেরে যাওয়ার পর তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে । আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা অযথা ভুলভাল বকছেন এবং বাংলাকে ভাগ করতে চাইছেন । বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা আজ আলিপুরদুয়ারের সাংসদের কুশপুতুল দাহ করলাম ।’’

আরও পড়ুন...রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয়ে পরিণত করেছেন রাজ্যপাল, তোপ গৌতম দেবের

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এরপরেও যদি এ ধরনের মন্তব্য কোনও বিজেপি নেতারা করেন, তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব ।’’ জন বারলার আলাদা রাজ্যের দাবির মন্তব্যর পর উত্তরবঙ্গ জুড়ে বিক্ষোভে নেমেছে তৃণমূল ৷ বিজেপিও জন বারলার দাবিকে সমর্থন জানায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details