পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেককে চোর বলায় সৌমিত্রর বিরুদ্ধে থানায় যুব তৃণমূল - FIR lodged against Soumitra Khan at Coochbehar kotwali police station

কোচবিহার জেলা যুব তৃণমূলের তরফে রাকেশ চৌধুরি অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সৌমিত্র খাঁ কুরুচিকর মান্তব্য করেছেন । এমনকি দিলীপ ঘোষও অভিষেকের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন ।

FIR lodged against Soumitra Khan at Coochbehar kotwali police station
সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের যুব তৃণমূলের

By

Published : Dec 1, 2020, 3:30 PM IST

Updated : Dec 1, 2020, 3:36 PM IST

কোচবিহার, 1 ডিসেম্বর : তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমানের অভিযোগ । ঘটনায় BJP-র যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কোচবিহার জেলা যুব তৃণমূল ।

জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ চৌধুরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন । যুব তৃণমূল নেতা বলেন, "আজ প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন সৌমিত্র খাঁ । সেই সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে উল্লেখ করেন । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ।" রাকেশ আরও বলেন, "যেসব অসাংবিধানিক কথা বলেছেন তা আমরা মুখে বলতে চাই না । সৌমিত্র খাঁয়ের পাশাপাশি দিলীপ ঘোষও কুরুচিকর মন্তব্য করেছেন । ওনারা যখন এই ধরনের মন্তব্য করবেন আমরা তার প্রতিবাদ জানাব ।"

সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের যুব তৃণমূলের
Last Updated : Dec 1, 2020, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details