পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট না দেওয়ায় দিনহাটা পৌরসভায় পরিষেবা বন্ধ করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - দিনহাটা পৌরসভা

দিনহাটায় তৃণমূল প্রার্থীর হারের শোধ নিতে পৌর পরিষেবা বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ সকালে পৌর এলাকার বাড়িগুলিতে আবর্জনা নিতে যাননি কোনও কর্মী ৷ এমনকি জল সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে ৷

trinamool-has-been-accused-of-shutting-down-services-in-dinhata-municipality-for-not-voting in coochbehar
ভোট না দেওয়ায় দিনহাটা পৌরসভায় পরিষেবা বন্ধ করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : May 4, 2021, 6:07 PM IST

দিনহাটা (কোচবিহার), 4 মে: কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ হেরে যাওয়ায় পৌর পরিষেবা বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ সকালে দিনহাটা পৌরসভা পরিচালিত প্রত্যুষা বাজার বন্ধ করে দেন একদল তৃণমূল কর্মী । পরবর্তীতে শহরের নোংরা আবর্জনা সাফাই বন্ধ করে দেওয়া হয় । এমনকি সকালে বাড়ি বাড়ি জল সরবরাহ চালু থাকলেও, দুপুরের পর থেকে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । যদিও পৌরসভার কর্মচারীদের দাবি, ভ্যাকসিন সহ বিভিন্ন দাবিতে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছেন । যতক্ষণ না সেই দাবি পূরণ হবে ততক্ষণ পুরকর্মীদের কর্মবিরতি চলবে ।

দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা পৌরসভা । এই পৌরসভায় সাড়ে সাত হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । আর সেই ক্ষোভ এবার শহরের বাসিন্দাদের উপরে পড়েছে । যার জেরে আজ সকালে দিনহাটা শহরের প্রত্যুষা বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি পৌরসভার কর্মীরা আবর্জনা সাফাই করা বন্ধ করে দেন এবং জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । তবে সেই অভিযোগ অস্বীকার করেছে পুরকর্মীরা ৷ পুরকর্মীদের তরফে বলা হয়েছে, বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন : পাণ্ডবেশ্বরে তৃণমূলের জয়ের পরেই এলাকা দখলকে ঘিরে ব্যাপক বোমাবাজি

কর্মচারীদের দাবি, করোনা পরিস্থিতির মধ্যে বিনা সুরক্ষায় তাঁরা কাজ করে চলেছেন ৷ তবু তাঁদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না ৷ এমনকি পিপিই কিটও দেওয়া হচ্ছে না ৷ এইসব দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাক দিয়েছেন তাঁরা । পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রসূন দাস জানিয়েছেন, পৌরসভার অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন । তাঁদের সমস্যা মেটানোর চেষ্টা চলছে । অন্যদিকে, তৃণমূলের পরাজিত প্রার্থী উদয়ন গুহ সমগ্র বিষয়টি নিয়ে জানান, কারা বাজার বন্ধ করেছে ? কারাই বা জল বন্ধ করেছে, তা তিনি জানেন না ৷

ABOUT THE AUTHOR

...view details