দিনহাটা (কোচবিহার), 4 মে: কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ হেরে যাওয়ায় পৌর পরিষেবা বন্ধ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ সকালে দিনহাটা পৌরসভা পরিচালিত প্রত্যুষা বাজার বন্ধ করে দেন একদল তৃণমূল কর্মী । পরবর্তীতে শহরের নোংরা আবর্জনা সাফাই বন্ধ করে দেওয়া হয় । এমনকি সকালে বাড়ি বাড়ি জল সরবরাহ চালু থাকলেও, দুপুরের পর থেকে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । যদিও পৌরসভার কর্মচারীদের দাবি, ভ্যাকসিন সহ বিভিন্ন দাবিতে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছেন । যতক্ষণ না সেই দাবি পূরণ হবে ততক্ষণ পুরকর্মীদের কর্মবিরতি চলবে ।
দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা পৌরসভা । এই পৌরসভায় সাড়ে সাত হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । আর সেই ক্ষোভ এবার শহরের বাসিন্দাদের উপরে পড়েছে । যার জেরে আজ সকালে দিনহাটা শহরের প্রত্যুষা বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয় । পাশাপাশি পৌরসভার কর্মীরা আবর্জনা সাফাই করা বন্ধ করে দেন এবং জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । তবে সেই অভিযোগ অস্বীকার করেছে পুরকর্মীরা ৷ পুরকর্মীদের তরফে বলা হয়েছে, বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা ।