পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জবকার্ড তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ তুফানগঞ্জে - TMC

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় অনুগামীদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ দীর্ঘদিনের ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

By

Published : Aug 24, 2020, 11:14 PM IST

কোচবিহার, 24 অগাস্ট : গ্রাম পঞ্চায়েতের জব কার্ড করাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জ -1 ব্লকের অন্দরান ফুলবাড়ি -2 গ্রাম পঞ্চায়েত এলাকায় । এমনকি সেখানে বোমাবাজিরও অভিযোগ ওঠে । যদিও ঘটনায় কারুর জখম হওয়ার খবর পাওয়া যায়নি । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

জানা গিয়েছে সদ্য নিযুক্ত তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় অনুগামীদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ দীর্ঘদিনের । অন্দরন ফুলবাড়ি-2 গ্রাম পঞ্চায়েত জেলা সভাপতি পার্থ প্রতিম রায় অনুগামীদের দখলে । এদিন রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী কয়েকজন এসে জব কার্ডের তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন করে ৷ কিন্তু পঞ্চায়েত প্রধান পরিষ্কার জানিয়ে দেই এই মুহূর্তে জব কার্ডে নাম তোলা সম্ভব না ৷

তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এরপরই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । চলে বোমাবাজিও । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অন্দরান ফুলবাড়ি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীন্দ্র চন্দ্র মন্ডল বলেন, ‘‘আমাদের তৃণমূলের লোকজন এই গন্ডগোল করেছে ।’’ যদিও বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর অনুগামী আনন্দ বর্মন বলেন, ‘‘ এদিন জব কার্ড করতে গেলে প্রধানের অনুগামী লোকেরাই গন্ডগোল শুরু করে ।’’ ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details