দিনহাটা, 19 সেপ্টেম্বর : কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শহরের বিগ বাজেটের দুর্গা পুজোগুলোতে তৃণমূল (Trinamool Congress) নেতাদের দাপাদাপি । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Bengal Minister Udayan Guha) থেকে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী কিংবা অন্যান্য কাউন্সিলরা, তাঁরা কোনও না কোনও পুজো কমিটির সভাপতি, সম্পাদকের পদ অলঙ্কৃত করে আছেন । শুধু পদ অলঙ্কৃত করাই নয়, এই নেতাদের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও পুজোর খোঁজখবর নিচ্ছেন নিয়মিত । যদিও তৃণমূল নেতাদের বক্তব্য, ‘‘আমরা থাকলে যদি পুজো ভালো হয়, অসুবিধা কোথায় ।’’
গত কয়েকবছর ধরেই কোচবিহার জেলার দিনহাটাতে বিগ বাজেটের দুর্গাপুজো (Durga Puja 2022) হয়ে আসছে । এই পুজোর দিনগুলোতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নিম্ন অসমের বহু দর্শনার্থী ভিড় জমায় পুজোর দিনগুলোতে । তবে কোভিডের কারণে গত দু'বছর পুজো সেভাবে হয়নি । তবে এ বছর ভালোভাবে পুজো করতে কয়েকমাস আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে পুজো কমিটিগুলো । এখন শেষ মুহূর্তের ব্যস্ততা বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে ৷
কিন্তু দেখা যাচ্ছে দিনহাটার অধিকাংশ বিগবাজেটের পুজো কমিটির মাথায় রয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজেই তিনটি পুজো কমিটির সভাপতি । শতবর্ষ প্রাচীন মদনমোহন বাড়ি দুর্গা পুজো কমিটি, গোসানি রোড কিশোর সংঘ ও দিনহাটা শহিদ কর্নার দুর্গাপুজো কমিটির সভাপতি উদয়ন গুহ ।