পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2022: দিনহাটায় বিগ বাজেটের অধিকাংশ পুজোই তৃণমূলের হেভিওয়েটদের নিয়ন্ত্রণে

কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় বেশ কয়েকটি বিগ বাজেটের দুর্গাপুজো (Durga Puja 2022) হয় ৷ সেগুলোর অধিকাংশই রয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হেভিওয়েট নেতাদের নিয়ন্ত্রণে ৷

Durga Puja 2022: দিনহাটায় বিগ বাজেটের অধিকাংশ পুজোই তৃণমূলের হেভিওয়েটদের নিয়ন্ত্রণে
Trinamool Congress Leaders Controlling many big budget Durga Puja of Cooch Behar

By

Published : Sep 19, 2022, 4:27 PM IST

দিনহাটা, 19 সেপ্টেম্বর : কোচবিহারের (Cooch Behar) দিনহাটা শহরের বিগ বাজেটের দুর্গা পুজোগুলোতে তৃণমূল (Trinamool Congress) নেতাদের দাপাদাপি । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Bengal Minister Udayan Guha) থেকে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী কিংবা অন্যান্য কাউন্সিলরা, তাঁরা কোনও না কোনও পুজো কমিটির সভাপতি, সম্পাদকের পদ অলঙ্কৃত করে আছেন । শুধু পদ অলঙ্কৃত করাই নয়, এই নেতাদের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও পুজোর খোঁজখবর নিচ্ছেন নিয়মিত । যদিও তৃণমূল নেতাদের বক্তব্য, ‘‘আমরা থাকলে যদি পুজো ভালো হয়, অসুবিধা কোথায় ।’’

গত কয়েকবছর ধরেই কোচবিহার জেলার দিনহাটাতে বিগ বাজেটের দুর্গাপুজো (Durga Puja 2022) হয়ে আসছে । এই পুজোর দিনগুলোতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নিম্ন অসমের বহু দর্শনার্থী ভিড় জমায় পুজোর দিনগুলোতে । তবে কোভিডের কারণে গত দু'বছর পুজো সেভাবে হয়নি । তবে এ বছর ভালোভাবে পুজো করতে কয়েকমাস আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে পুজো কমিটিগুলো । এখন শেষ মুহূর্তের ব্যস্ততা বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে ৷

কিন্তু দেখা যাচ্ছে দিনহাটার অধিকাংশ বিগবাজেটের পুজো কমিটির মাথায় রয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজেই তিনটি পুজো কমিটির সভাপতি । শতবর্ষ প্রাচীন মদনমোহন বাড়ি দুর্গা পুজো কমিটি, গোসানি রোড কিশোর সংঘ ও দিনহাটা শহিদ কর্নার দুর্গাপুজো কমিটির সভাপতি উদয়ন গুহ ।

কোচবিহারের দিনহাটার পুজোর প্রস্তুতি

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘আমি গত কয়েকবছর থেকেই দুর্গাপুজোর সঙ্গে সরাসরি যুক্ত । তাছাড়া এবার ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে । তাই যাতে দিনহাটার পুজো ভালো হয় সবাইকে উৎসাহ দিচ্ছি ।’’

দিনহাটা বলরামপুর রোড স্বাধীন ক্লাব, গোপালনগর দক্ষিণাংশ, স্টেশন রোড সর্বজনীন দুর্গা পুজো কমিটির সভাপতি পদে রয়েছেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী । তিনি বলেন, ‘‘সব পুজো কমিটি আমার পরিচিত । তাই তাদের আবেদনে সাড়া দিয়ে পুজো কমিটিগুলোর সঙ্গে থেকে পুজো ভালো করার চেষ্টা করছি ।’’

দিনহাটা পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থনাথ সরকার গোপালগর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি । দিনহাটা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা দে নন্দী বলরামপুর রোড চরক পুজো মাঠ দুর্গাপুজো কমিটির সম্পাদক । সব নেতারাই ব্যস্ত তাঁদের পুজোকে সেরার স্বীকৃতি আদায়ে ।

আরও পড়ুন :উমাকে বরণ করবে রোবট, বড় চমক বাগুইআটিতে

ABOUT THE AUTHOR

...view details