কোচবিহার , 13 এপ্রিল : পর্যটনে নতুন রুট চালু করতে চলেছে পরিবহন সংস্থা NBSTC (NBSTC Will Launch New Routes)। কোচবিহার থেকে লাভা-রিশপ-পেডং রুটে এই পরিষেবা দেওয়া হবে। 2 রাত 3 দিনে খরচ পড়বে 7000 টাকা ৷ বুধবার এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল ৷
কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ রুটে দীর্ঘদিন ধরে বাস পরিষেবা বন্ধ ছিল। সেই রুটে NBSTC বাস পরিষেবা চালু করল। জানা গিয়েছে, সবুজের পথে হাতছানির মধ্যে দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন ভ্রমণ স্থান ঘোরাতে পরিবহন সংস্থা এনবিএসটিসি । আগে কোচবিহার থেকে তিনটি প্যাকেজ চালু ছিল। সেগুলি হল কোচবিহার-মূর্তি-ঝালং-বিন্দু, কোচবিহার-মূর্তি-লাটাগুড়ি-চলসা এবং কোচবিহার-গরুবাথান-লাভা-কালিংপং-সেবক। বৃহস্পতিবার নতুন করে আরেকটি রুট চালু করা হল। পাশাপাশি দীর্ঘদিন ধরে কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ রুটে বাস পরিষেবা বন্ধ ছিল । এদিন সেই রুটেও বাস চলাচল শুরু হয়।