পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণার দাবি ব্যবসায়ীদের

কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা লোনের ব্যবস্থা করেছে ৷ যদিও ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মুদ্রা লোন পেতে ব্যাঙ্কে গিয়ে চরম হয়রানি হতে হয় । এই বিষয়েও উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে ।

tax-free-zone-to-north-bengal
উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষনার দাবি

By

Published : Jan 31, 2020, 11:06 PM IST

কোচবিহার, 31 জানুয়ারি: কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করার দাবি তুললেন ব্যবসায়ীরা । আগামীকালের সাধারণ বাজেটে দেশের অর্থমন্ত্রী যদি উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করেন তাহলে এলাকার চা বাগান অধ্যুষিত অঞ্চলের যেমন উন্নয়ন হবে তেমনই ঘটবে শিল্পের প্রসার ৷ উত্তরবঙ্গের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ফোসিনের কার্যকরী কমিটির সদস্য তথা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্তা রানা গোস্বামী, ব্যবসায়ীদের তরফে এই দাবি তুলেছেন ।

এই প্রসঙ্গে রানা গোস্বামীর যুক্তি, উত্তরবঙ্গে তেমন বড় শিল্প নেই ৷ তাই উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষণা করা হলে শিল্পপতিরা বিনিয়োগ করতে এগিয়ে আসবে । সেইসব শিল্পপতিদের জন্য ইনটেনসিভ ঘোষণা করার দাবিও তোলা হয়েছে । এছাড়া বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা, কোচবিহার-মালদা-বালুরঘাটের মত ছোট ছোট বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালুর দাবিও তোলা হয়েছে ।

উত্তরবঙ্গকে ট্যাক্স ফ্রি জোন ঘোষনার দাবি

কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মুদ্রা লোনের ব্যবস্থা করেছে ৷ যদিও ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মুদ্রা লোন পেতে ব্যাঙ্কে গিয়ে চরম হয়রানি হতে হয় । এই বিষয়েও উদ্যোগ নেওয়ার দাবি তোলা হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে । উত্তরবঙ্গে যেহেতু বড় শিল্প নেই, তাই কর্মসংস্থান বৃদ্ধির দাবিও জানিয়েছেন ব্যবসায়ীরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details