পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পণের দাবিতে গৃহবধূর উপর অত্যাচার, প্রতিবাদ করায় দাদাকেও মারধরের অভিযোগ

পণের দাবি গৃহবধূর উপর অত্যাচারের অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায় ৷ বোনের উপর অত্যাচারের খবর পেয়ে তাঁর দাদা সেখানে গেলে, তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনায় স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ ৷

Torture on housewives on dowry demand in coochbehar
পণের দাবিতে গৃহবধূর উপর অত্যাচার, প্রতিবাদ করায় তাঁর দাদাকেও মারধরের অভিযোগ

By

Published : Jun 10, 2021, 5:23 PM IST

কোচবিহার, 10 জুন : বিয়ের 10 বছর পরেও পণের দাবিতে এক গৃহবধূর উপর অত্যাচারের অভিযোগ উঠল স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে ৷ বোনের খোঁজ নিতে গেলে ওই গৃহবধূর দাদাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার গিলাডাঙায় ঘটনাটি ঘটেছে ৷ অভিযুক্ত স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরতি নমদাস নামে ওই গৃহবধূ ৷

অভিযোগ, বিয়ের 10 বছর হয়ে গেলেও পণের দাবিতে আরতি নমদাসের উপর অত্যাচার করত তাঁর স্বামী ৷ শ্বশুর এবং শাশুড়িও তাতে মদত দিত ৷ বর্তমানে তাঁদের 3 সন্তান রয়েছে ৷ গতকালও তাঁকে বাপের বাড়ি থেকে পণের টাকা আনতে বলে চাপ দেওয়া হচ্ছিল ৷ অভিযোগ, বোনের কাছে সব শুনে তাঁর দাদা সেখানে গেলে, তাঁকে মারধর করা হয় ৷ এমনকি মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

পণের দাবিতে গৃহবধূর উপর অত্যাচার, প্রতিবাদ করায় তাঁর দাদাকেও মারধরের অভিযোগ

আরও পড়ুন : পণের দাবিতে যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

আহত অবস্থায় আরতি নমদাসের দাদাকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details