কোচবিহার, 27 জুলাই : জল নামতেই কোচবিহারে শুরু হয়েছে তোর্সা নদীর ভাঙন । গত 24 ঘণ্টায় কোচবিহার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের 10টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে । আরও 30 থেকে 35টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে । দিশেহারা বাসিন্দারা ইতিমধ্যে তাঁদের আসবাবপত্র নিরাপদ আশ্রয় সরাতে শুরু করেছেন । আজ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং বলেন, "তোর্সা নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে । নদীর তীরবর্তী 18 নম্বর ওয়ার্ডে অনেকগুলি বাড়ি নদীতে তলিয়ে গেছে । ভিটেহারাদের আপাতত ত্রাণ শিবিরে রাখা হচ্ছে । জায়গা পেয়ে গেলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ।"
তোর্সায় ভাঙন, ভিটেহারা একাধিক পরিবার
কোচবিহারে তোর্সা নদীতে ভাঙন, ভিটেহারা একাধিক পরিবার । পরিস্থিতি খতিয়ে দেখছে কোচবিহার পৌরসভা । ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান ভূষণ সিং ।
কোচবিহার শহরের পাশ দিয়ে বয়ে গেছে তোর্সা নদী । এই নদীর পাড় বরাবর কোচবিহার পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড । নদীর পাড়ে শতাধিক পরিবারের বসবাস । গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে তোর্সা নদীর জল ঢুকে প্লাবিত হয়ে যায় 18 নম্বর ওয়ার্ড । নদীর বাঁধে আশ্রয় নেন বহু মানুষ । বৃষ্টি কমায় নামতে শুরু করেছে জল । এদিকে জল নামতেই দেখা দিয়েছে আরেক বিপত্তি । শুরু হয়েছে নদী ভাঙন ।
একের পর এক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় দিশেহারা নদী তীরবর্তী 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । ভিটে হারিয়ে একাধিক পরিবারের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে । ভবিষ্যতে কোথায় যাবেন, কোথায থাকবেন তা জানেন না কেউই ।