পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানির চোদ্দ লাখ টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা তৃণমূল নেতার - tmc

সরকারি প্রকল্পে বাড়ি, শৌচাগার তৈরি করে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তুফানগঞ্জের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । অভিযুক্ত নেতা সালিশি সভায় মুচলেকা দিয়ে টাকা ফেরত দেবেন বলে জানালেন ।

কাটমানি ফেরতের প্রতিশ্রুতি তৃণমূল নেতার

By

Published : Jul 17, 2019, 8:49 PM IST

Updated : Jul 18, 2019, 12:38 AM IST

কোচবিহার, 17 জুলাই : বাড়ি, শৌচাগার তৈরির নামে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জের এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে । তাঁর নাম ভবেন দাস । পৌরসভার স্টল বিক্রির ক্ষেত্রেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ওই নেতার বিরুদ্ধে । আজ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে সালিশি সভা ডাকা হয় । সভায় তিনি কাটমানি ফেরত দেবেন বলে মুচলেকা দেন ।

ভবেন দাসের বিরুদ্ধে অভিযোগ, সরকারি প্রকল্পে বাড়ি, শৌচাগার, ও স্টল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা কাটমানি নিয়েছেন । আজ সালিশি সভায় তিনি মুচলেকা দেন যে, 7 দিনের মধ্যে কাটমানি বাবদ 14 লাখ 56 হাজার টাকা ফেরত দেবেন ।

ভবেনবাবুর দাবি, সরকারি প্রকল্পে ঘর, শৌচাগার ইত্যাদি পাইয়ে দেওয়ার জন্য তিনি "খরচ" বাবদ উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়েছেন । যদিও উপভোক্তাদের অনেকের দাবি, কাটমানি দিলেও তাঁরা এখনও ঘর, শৌচাগার ও পৌরসভার স্টল পাননি ।

Last Updated : Jul 18, 2019, 12:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details