পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘরছাড়াদের ফেরাতে মহকুমা শাসকের দ্বারস্থ কোচবিহারের বিজেপি বিধায়ক - post poll violence in coochbehar

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর থেকেই ভোট পরবর্তী হিংসার জেরে কোচবিহারের বহু বিজেপি কর্মী ঘরছাড়া রয়েছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ তাঁদের মধ্যে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও ৷ ঈদের আগে তাঁদের ঘরে ফেরানোর জন্য মঙ্গলবার দুপুরে কোচবিহার সদরের এসডিও-র দ্বারস্থ হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে ।

কোচবিহারে ঘরছাড়া বিজেপি কর্মী
কোচবিহারে ঘরছাড়া বিজেপি কর্মী

By

Published : May 11, 2021, 5:32 PM IST

কোচবিহার, 11 মে : বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর ভোট পরবর্তী হিংসার জেরে বহু বিজেপি কর্মী বাড়িছাড়া হয়েছেন । এঁদের মধ্যে মুসলিম ধর্মাবলম্বী মানুষও রয়েছেন । ইদের আগে তাঁদের বাড়ি ফেরাতে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে । মঙ্গলবার দুপুরে তিনি কোচবিহার সদরের এসডিও শেখ রাকিবুর রহমানের সঙ্গে দেখা করেন তিনি ৷ ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার আবেদন জানান ।

বিজেপির তরফে জানানো হয়েছে, বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ন'টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটিতে বিজেপি প্রার্থীরা জয়ী হয় । দু'টি কেন্দ্রে তৃণমূল জয়ী হয় । এরপর থেকেই কোচবিহার জেলার বহু গ্রাম-গঞ্জে অশান্তি শুরু হয়েছে । বহু বিজেপি কর্মী বাড়িছাড়া হয়েছেন । অনেকে পার্শ্ববর্তী রাজ্য অসমে আশ্রয় নিয়েছেন । অনেকে আবার বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন । তাই তাঁরা যাতে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থার জন্য এদিন মহকুমাশাসকের সঙ্গে করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক ।

নিখিলরঞ্জন দে বলেন, "বিধানসভা নির্বাচনের পর বহু মানুষ আমাদের দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন । তাঁদের মধ্যে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন । সামনের ইদ । তাই ইদের আগে তাঁরা যেন বাড়ি ফিরতে পারেন সেজন্য মহকুমাশাসকের সঙ্গে কথা বললাম ।"

এ বিষয়ে কোচবিহার সদরের মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান বলেন, "শান্তি ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: 1 জুন থেকে অসম্ভব মাধ্যমিক, পরীক্ষা পিছোবে নাকি একবারেই বাতিল ? বাড়ছে ধোঁয়াশা

ABOUT THE AUTHOR

...view details