কোচবিহার, 21 ফেব্রুয়ারি: পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসল তৃনমূলের ছাত্র সংগঠন ৷ রবিবার এই কর্মসূচির আয়োজন করে কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ ৷
এদিন কোচবিহার শহরের গুঞ্জবাড়ি লাগোয়া একটি পেট্রল পাম্পে অবস্থান বিক্ষোভে বসেন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ৷ অবস্থানকারীদের অভিযোগ, দেশের বহু রাজ্যে ইতিমধ্যেই পেট্রলের দাম সেঞ্চুরি পার করে গিয়েছে। ডিজেলও একশো ছুঁই ছুঁই ৷ বেড়েছে রান্নার গ্যাসের দামও ৷
এরই প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যজুড়ে কেন্দ্রের মোদি সারকারের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দিয়েছে। তাদের হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকার দ্রুত পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ঠেকাতে না পারলে বহর বাড়বে আন্দোলনের ৷
আরও পড়ুন:কাল রাত 12 টা থেকে পেট্রোপণ্যে 1 টাকা ছাড় রাজ্যবাসীর
তৃণমুল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী বলেন, ‘‘প্রতিদিনই ডিজেল, পেট্রলের দাম বাড়ছে। অথচ কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। তাই আন্দোলনে নামা হয়েছে ৷’’