কোচবিহার, 24 জুন : জেলা সফরে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সাক্ষী হলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । মাথাভাঙায় তাঁর সামনেই তৃণমূল যুব কংগ্রেসের টাউন ব্লক সভাপতি অরুণাভ গুহকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে ।
জেলা সফরে গিয়ে আজ প্রথম থেকেই বিক্ষোভের মুখে পড়েন সুব্রতবাবু । শীতলকুচিতে সভা করতে যাওয়ার মুখে তাঁকে রাস্তায় কালো পতাকা দেখায় BJP । বাধা পেয়ে মাথাভাঙায় ফিরে আসেন সুব্রত বক্সি, দলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণরা । সেখানে দলীয় কার্যালয়ে তৃণমূলনেত্রী কল্যাণী পোদ্দারকে ঘিরে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা ।