কোচবিহার, 19 অগস্ট: এক শিক্ষিকাকে অপহরণের অভিযোগে মাথাভাঙা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনকে গ্রেফতার করল মাথাভাঙা থানার পুলিশ (TMC Youth Leader Arrested on Charges of Kidnapping Teacher) ৷
জানা গিয়েছে, ওই শিক্ষিকার বাবা খিরোদ দাস তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে বলে মাথাভাঙা থানায় কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন । এরপরই পুলিশ অভিযানে নেমে শুক্রবার সকালে শিলিগুড়ির একটি হোটেল থেকে ওই শিক্ষিকাকে উদ্ধার করে ৷ এর পাশাপাশি কামাল হোসেন নামে ওই তৃণমূল যুব কংগ্রেসের নেতাকে গ্রেফতার করে ৷