কলকাতা/দিনহাটা, 17 জুন: মনোনয়ের পর স্ক্রুটিনির সময়ও রাজ্যে অশান্তি অব্যাহত ৷ এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিযোগ, শনিবার মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ করছে বিজেপি প্রার্থীদের উপর। একইসঙ্গে পুলিশ উদয়ন গুহর কথামতো কাজ করছে বলেও অভিযোগ তাঁর। অভিযোগ, দিনহাটা সাহেবগঞ্জের বিডিও অফিসে বিজেপিকে স্ক্রুটিনিতে বাধা দেওয়া হয় ৷ ছিঁড়ে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থাদের কাগজপত্রও। মারধর করা হয়েছে বিজেপি প্রার্থীদেরও। ছিঁড়ে দেওয়া হয় মহিলাদের কাপড়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ অভিযোগ, ঘটনাস্থলে তাঁকে ঘিরে ধরে বোমা মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ বিডিও অফিসের 100 মিটারের মধ্যেই আটকে দেওয়া হয় নিশীথ প্রামাণিককে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁদের দলের কর্মীদের উপর মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে আক্রমণ হচ্ছে ৷ তিনি বলেন, "আমাকে লক্ষ্য করে তির মারা হয়েছে। পুলিশ নীরব ভূমিকা গ্রহণ করেছে। মদ্যপ অবস্থায় পুলিশ আমাদের বিজেপি কর্মীদের পিটিয়েছে ৷" নিশীথের উপর হামলার বিষয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷