দিনহাটা, 26 মে: দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দিনহাটার শালমারা বাজারে দলীয় কার্যালয় খুলতে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
নেতৃত্বের একাংশের জন্যই খারাপ ফল ! রবীন্দ্রনাথকে ঘিরে বিক্ষোভ কর্মীদের
দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর থেকেই কোচবিহারের বিভিন্ন এলাকায় তৃণমূলের কয়েকটি কার্যালয় দখল করেছে BJP। শুক্রবার দিনহাটা -২ ব্লকের শালমারায় তৃণমূলের কার্যালয়ে নাকি তালা লাগিয়ে দেয় BJP কর্মীরা। গতকাল বিকালে সেখানে যান রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ এবং আবদুল জলিল আহমেদ । দখল হয়ে যাওয়া অফিস খোলেন তাঁরা।
সেই সময়ই রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ । তাদের বক্তব্য, নেতৃত্বের একাংশের কারণেই জেলায় দলের ফল খারাপ হয়েছে। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে কোনও মন্তব্য করেননি রবীন্দ্রনাথ ঘোষ।