কোচবিহার, 27 মে : দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী । নাম প্রসেনজিৎ বিশ্ব শর্মা (34) । কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকার ঘটনা । ঘটনায় পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
গতরাতে পুন্ডিবাড়ি বাজারে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন প্রসেনজিৎ । সেই সময় দু'জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । ঘটনায় গুরুতর জখম হন প্রসেনজিৎ । তিনি বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।