কোচবিহার, 11 অগস্ট : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কোচবিহারের তৃণমূল কর্মী ও তাঁর ছেলের । মৃতদের নাম প্রদীপ বর্মণ (40) ও চন্দ্রশেখর বর্মণ (12) ৷ আজ সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেস যখন দিনহাটা থেকে বামনহাট স্টেশনের দিকে যাচ্ছিল, সেইসময় ওই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল কর্মী ও তাঁর ছেলের ৷ স্থানীয়দের দাবি, ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্মণ ৷ কোচবিহারের নবনী গ্রামের ঘটনা ।
প্রদীপ বর্মণ সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন ৷ তাঁর স্ত্রী বিথীকা বর্মণ স্থানীয় গিতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনে অনাস্থার মাধ্যমে তাঁকে সরানো হয় । এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বিথীকা দেবী এবং তাঁর স্বামী প্রদীপ বর্মণ । দলের একাংশ তাঁদের উপর মানসিকভাবে অত্যাচার চালাত বলে অভিযোগ ৷ এরপরই আজ এই ঘটনা ঘটে ৷ স্থানীয়দের দাবি, মানসিক চাপেই ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ বর্মণ ৷