পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Worker Kidnapped: নিশীথের গড়ে তৃণমূল কর্মীকে অপহরণ, মাথায় বন্দুক ঠেকিয়ে রাতভর হুমকি ! পথ অবরোধ শাসকদলের

নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ রাতভর বাড়ি বাড়ি ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এই অভিযোগেই পথ অবরোধ করলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷

নিশীথ প্রামাণিক
নিশীথ প্রামাণিক

By

Published : Jun 21, 2023, 3:05 PM IST

Updated : Jun 21, 2023, 5:06 PM IST

70 কোটি টাকার প্ৰতারণা

দিনহাটা, 21 জুন:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ সেখানকারই বিভিন্ন গ্রামে রাতে তৃণমুল প্রার্থীদের বাড়িতে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, নুর ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে অপহরণেরও অভিযোগ উঠেছে ৷ এমনই অভিযোগ তুলে ধরে ওই এলাকায় পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস । বুধবার সকাল থেকে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়িতে দুটি গ্রাম পঞ্চায়েত - ভেটাগুড়ি - 1 ও ভেটাগুড়ি - 2 । মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমুল ও সিপিএম প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে । বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ ।

এরই মধ্যে গতকাল রাতে ভেটাগুড়ি - 2 গ্রাম পঞ্চায়েতের শিঙ্গিজানি ভেটাগুড়ি, মহাকালধাম প্রভৃতি এলাকায় রাতের অন্ধকারে তৃণমুল নেতা কর্মীদের বাড়িতে ঢুকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । অভিযোগ, তৃণমূলের প্রার্থীদের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয় । এরপর নুর ইসলাম নামে এক তৃণমূল কর্মীকে অপহরণ করা হয় বলেও অভিযোগ উঠেছে । পুলিশকে অভিযোগ জানানো হলেও কাজ হয়নি বলে দাবি করে বুধবার সকাল থেকে পথ অবরোধ শুরু করেন তৃণমূল নেতা-কর্মীরা ।

আরও পড়ুন:বিরোধী শূন্য ব্লক চেয়ে সোশাল মিডিয়ায় উদয়নের বিতর্কিত পোস্ট

ভেটাগুড়ি - 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তৃণমুলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল কুমার বর্মন অভিযোগ করেন, "গতকাল রাতে দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুস্কৃতীরা ঘরে ঢুকে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেয় । আমার ছেলেকে হুমকি দেয় । আমরা আতঙ্কে আছি ।" তৃণমূলের ভেটাগুড়ি - 2-এর অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার বলেন, রাত হতেই বিজেপি আশ্রিত দুস্কৃতীরা তৃণমূলের নেতা ও প্রার্থীদের হুমকি দিচ্ছে । গতকাল নুর ইসলাম নামে একজনকে অপহরণ করেছে ।

যদিও বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের দাবি, "এই অভিযোগ ভিত্তিহীন । ওরা নাটক করছে ।"

Last Updated : Jun 21, 2023, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details