পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

দিনহাটা পৌরসভায় (Dinhata Municipality Election) আগেই বিনা প্রতিদ্বন্দিতায় জয় পেয়েছে তৃণমূল ৷

Bengal Civic Polls Result
কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য

By

Published : Mar 2, 2022, 12:00 PM IST

কোচবিহার, 2 মার্চ: কোচবিহার জেলার 6টি পৌরসভাই (Coochbehar Civic Polls) দখল করল রাজ্যের শাসকদল তৃণমূল । কোচবিহার পৌরসভার 20টি ওয়ার্ডের মধ্যে 15টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল প্রার্থীরা । 2,4 ও 6 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন । বামেরা জিতেছে 13 ও 18 নম্বর ওয়ার্ডে ।

অন্যদিকে, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, হলদিবাড়ি ও মেখলিগঞ্জ পৌরসভায় বিরোধীশূন্য ভাবে জিতেছে শাসকদল । এই পৌরসভাগুলির সবকটি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন । দলের এই বিপুল জয়ের পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় ।"

গত বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূলের ফল খারাপ হলেও, রাজ্যে তৃণমূল ফের ক্ষমতায় চলে আসায় এখানে বিজেপি কোণঠাসা হয়ে পড়েছিল ৷ ফলে এই পৌর নির্বাচনে বিরোধী বাম-বিজেপি এই জেলায় প্রার্থী দিতে পারবে কি না এ নিয়ে সংশয় তৈরি হয়েছিল । সেই ধারণা সত্যি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই দিনহাটা পৌরসভা দখল করেছিল তৃণমূল । এরপর রবিবার পৌর নির্বাচনের দিন শাসকদলের বিরুদ্ধে যেভাবে হিংসা, ছাপ্পা, বুথ দখলের মধ্যে দিয়ে ভোট করানোর অভিযোগ উঠেছিল, তাতে মনে করা হচ্ছিল এই জেলার বাকি পৌরসভাতেও নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে তৃণমূল ৷

আরও পড়ুন : গণনা শুরুর আগেই ইভিএমের সিল ভাঙা, প্রতিবাদে কংগ্রেস প্রার্থী

কার্যত তাই হল ৷ মেখলিগঞ্জ, হলদিবাড়ি, তুফানগঞ্জ ও মাথাভাঙ্গা পৌরসভা বিরোধীশূন্য হল । তুফানগঞ্জ পুরসভার 15টি ওয়ার্ডেই তৃণমূল প্রার্থীরা জয়ী হলেন । মাথাভাঙ্গা পৌরসভার 11টির মধ্যে 11টি, হলদিবাড়ি পৌরসভার 11টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ড ও মেখলিগঞ্জ পৌরসভার 9টির মধ্যে 9টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন । কোচবিহার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ । 10 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রেবা কুণ্ডু । তবে কোচবিহার পৌরসভায় টিকিট না পেয়ে 2,6 ও 16 নম্বর ওয়ার্ডে তিন তৃণমূল নেতা নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন ৷ এর মধ্যে 2 ও 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের জয় হয়েছে ৷ এছাড়াও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ভূষণ সিংও এবার নির্দল হিসেবে লড়েছিলেন কোচবিহার পৌরসভার 4 নম্বর ওয়ার্ড থেকে ৷ তিনি জিতেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details