দিনহাটা, 21 জুন : তৃণমূল নেতা তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলার ঘটনায় মুল অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থকরা । সোমবার তৃণমূলের এই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিনহাটা থানা চত্বরে । পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
তৃণমূলের দিনহাটা শহর ব্লক সম্পাদক জয়দীপ ঘোষের অভিযোগ, "উদয়ন গুহর উপর হামলার দেড় মাস পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি । মূল অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে দিনহাটা থানার পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না । তাই আন্দোলনে নামা হয়েছে ।"